আঁধারের স্তব্ধতা কেটে ইথারে ভেসে এলো আযানের ধ্বনি।
কেঁপে কেঁপে কি এক ব্যাঞ্জনা বাজিল ঝংকারে।
শিরায় শিরায় ধাবিত রক্ত কণিকায় প্রলয় নাচন উঠিল।
জ্ঞনাহারা পথিকের দল সোল্লাসে ছুটিল।
পথহারা আত্মভোলা দিশা পেল নব জাগরণের।
জালিমের পদেপিষ্ট মানবতা আশায় বুক বাধিল।
অবিশ্বাসী হৃদয় কুঁকড়ে মুচড়ে পরাজিত সাপের মত
গর্তে লোকাল আপনাকে।
বিতাড়িত ভুত-প্রেত গন্ধমাখা বায়ু ত্যাগ করিয়া শেওরা গাছে অত্বরক্ষা করিল।
সংশয়বাদী হাক ছাড়িল কি হলো ? কি হলো?
মহাকালের ডাকে সারাদিয়ে মন-প্রাণ উজাড় করে সৃষ্টিকর্তার পায়ে মাথানোয়ালো কেও।
বুক চিতিয়ে অন্যায়ের গলে রক্তের মালা পরিয়েদিল।
জালিমের টুটি চেপে ধরলো হাজারো কাঁচা রক্ত।
হে মহা সত্যের আহ্বানকারী! আরেকবার আহ্বান কর বেলালের সুরে।
উমর খালিদ আলির বজ্র হুংকারে পঙ্কিলতা নিমজ্জিত জাতিকে নিয়ে চল ।
আহ্বান কর মহা বিজয়ের।
আহ্বান কর মহা বিজয়ের।
আহ্বান কর মহা বিজয়ের।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫২