শীতবুড়ীটা খুব ক্ষেপেছে ধরছে ভিষন চেপে,
গায়ে কেমন দিচ্ছে কাঁটা উঠছি কেঁপে কেঁপে।
কাঁথার উপর লেপ চাপিয়েও পাচ্ছিনাতো পার
শীতবুড়ীটা আচ্ছা পাজি দিচ্ছেনাতো ছাড়।
সাদা চাদর গায়ে দিয়ে দিচ্ছে হানা ঘরে,
মাথায় টুপি পায়ে মোজা পরছি শীতের তোড়ে।
জামার উপর দিচ্ছি জামা হচ্ছেনাতো কাজ,
শীতবুড়ীটা বেহায়া এমন নেইতো কোন লাজ।
শীতবুড়ীটার ঝুলায় আছে হরেক স্বাদের পিঠা,
দুধপুলি আর চিতই ভাপা, খেজুর রসের মিঠা।
নাড়ু আছে রকম কতক, মসলা পিঠার ঝাল,
নতুন ধানের মেরা পিঠায় দিচ্ছি তিড়িং ফাল।
আমার যত শীতের খুশী, দুঃখ কুড়ে ঘরের
ফাটা জামা, ছেঁড়া কাথা ফুটো টিনের চালের।
যা চলে যা শীতবুড়ী তুই কালকে আবার আসিস ।
গরীব দুঃখী দুঃস্থজনেও সমান ভালবাসিস।
সাকিব মুসতানসির
আশুলিয়া।০২:০৭ মিনিট।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৬