ভাল দিকঃ
১- নির্বাচন উপলক্ষে সোমবার সংশ্লিষ্ট এলাকায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। নির্বাচনী এলাকাগুলোতে জোরদার করা হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা। দেশে জরুরি অবস্থা জারি থাকলেও নির্বাচনী এলাকাগুলোতে আইনের কিছু বিধি আগেই শিথিল করা হয়েছিল।
২- খুব অল্প কিছু জাল ভোট ছাড়া কোথাও কোন গ্যানজামের খবর দেখি নাই। কোনো মারামারি নাই- চিন্তা করা যায়!!
৩- বেশির ভাগ জায়গাতেই ভোট প্রদানের হার দেখলাম ৮০-৯০%- আমার কাছে এইটা অনেক বড় একটা খবর। মানুষ ঢাকা থেকে নিজ গ্রামে- শহরে ফিরে গেছে ভোট দেয়ার জন্য।
খারাপ দিকঃ
১- ব্যালট পেপার খুব পাতলা। ফলে উল্টো দিকেও ছাপ পড়ছে। এতে অনেক ভোট বাতিল হয়ে যেতে পারে।
২- ভোটার ক্রমিক নম্বর নিয়ে বিভ্রাট দেখা দিয়েছে। কেন্দ্রে অনেকেই জাতীয় পরিচয়পত্র নিয়ে ভোট দিতে গেলেও তাদের ভোটার ক্রমিক নম্বর আনতে বলায় বিপাকে পড়েছেন ভোটাররা। অনেকেই জানেন না কোথায় ভোটার নম্বর পাওয়া যাবে।
৩-জাতীয় পরিচয়পত্রের ছবি মিলিয়ে ভোটার সনাক্তকরণ করতে গিয়ে দেরি হয়েছে ভোট গ্রহণে।
সর্বশেষ ফলাফলঃ
জরুরি অবস্থা নির্বাচনের ক্ষতি করেছে বলে বিকেলে যতই মন্তব্য করুন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান- ফলাফল দেখে তার আনন্দে ডিগবাজি খাবার কথা এখন। আমারতো মনে হয় হাসিনা বেগম দেশে না আসলেই তার দলের জন্য ভাল। বড় বড় কথা বলে দলকে ডুবানোর ভুড়ি ভুড়ি নজির অতীতে রেখেছেন তিনি।
বিএনপির কোন কোন নেতা এই নির্বাচন বর্জনের কথা বললেও স্হানীয় চাপে বিশেষ কিছু করতে পারেন নাই নির্বাচনের আগে।
বিএনপি-জামাত শিবিরের ভরাডুবি হয়েছে বলেই মনে হচ্ছে। গত শাসনামলের কথা পাবলিক এতদিনেও মনে রেখেছে এইটা তাজ্জব ব্যাপার। আমরা তো আবার অল্পতেই ভুলে যাই সব কিছু!!
পৌরসভাঃ
১-শরীয়তপুরে আওয়ামী লীগ নেতা আব্দুর রব মুন্সী জয়ী
২-ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মেয়র পদে আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া জয়ী
৩-সিলেটের গোলাপগঞ্জে মেয়র পদে আওয়ামী লীগের জাকারিয়া পাপলু জয়ী
৪-চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগ সমর্থিত নায়েক শফিউল আলম মেয়র
৫-চুয়াডাঙ্গায় জয়ী আওয়ামী লীগ সমর্থিত টোটন
৬-রাজশাহীর নওহাটায় আওয়ামী লীগের গফুর জয়ী
৭-মানিকগঞ্জে জয়ী আওয়ামী লীগের রমজান আলী
৮- গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগের আনিছুর রহমান জয়ী
* ৯-বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার বিএনপি নেতা জাহাঙ্গীর আলম জয়ী হয়েছেন
সিটি করপোরেশনঃ
চার মহানগরেই আ. লীগ প্রার্থী জয়ী
১-সিলেট সিটি করপোরেশনে বিশাল জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত ও নাগরিক পরিষদের প্রার্থী বদরউদ্দিন আহমেদ কামরান।
২-রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী খায়রুজ্জামান লিটন জয়ী আছেন।
৩-খুলনা সিটি করপোরেশনে মেয়র পদে জিতেছেন আওয়ামী লীগ নেতা তালুকদার আব্দুল খালেক।
৪- বরিশালে হাড্ডাহাড্ডি লড়াই করে অল্প কিছু ভোটের ব্যবধানে জিতে গেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শওকত হোসেন হিরণ।
এইবারের ভুল-ত্রুটি গুলো শুধরিয়ে সংসদ নির্বাচন আরো ভাল এই প্রত্যাশা করাই যায় এখন।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:০১