এবারের ৮০তম অস্কার প্রাপ্তদের পূর্ণাঙ্গ তালিকাটা হল :
১. সেরা ছবি : নো কান্ট্রি ফর ওন্ড মেন
২. সেরা পরিচালক : জোয়েল কোয়েন, ইথান কোয়েন ( নো কান্ট্রি ফর ওল্ড মেন)
৩. সেরা অভিনেত্রী : ম্যারিয়ন কোর্তিলার্দ ( লা ভি এন রোজ)
৪. সেরা অভিনেতা ড্যানিয়েল ডে লুইস (দেয়ার উইল বি ব্লাড)
৫.সেরা সহ অভিনেতা :জেভিয়ার বারডেম (নো কান্ট্রি ফর ওল্ড মেন)
৬. সেরা সহ অভিনেত্রী : টিল্ডা সুইনটন (মাইকেল ক্লেটন)
৭. সেরা মৌলিক চিত্রনাট্য : জুনো
৮. সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য : নো কান্ট্রি ফর ওল্ড মেন
৯. সেরা সিনেমাটোগ্রাফি : দেয়ার উইল বি ব্লাড
১০. সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম : র্যাটাটুই (ওয়াল্ট ডিজনি)
১১. সেরা সম্পাদনা : দি বোর্ন আল্টিমাম (ক্রিস্টোফার রৌজ)
১২. সেরা বিদেশী ভাষার ছবি : দি কাউন্টারফেইটার্স (অস্ট্রিয়া)
১৩. সেরা শব্দ সম্পাদনা : দি বোর্ন আল্টিমাম (ইউনিভার্সাল)
১৪. সেরা সঙ্গীত (অরিজিনাল সং) : ফলিং স্লোলি (ওয়ানস)
১৫. সেরা শব্দ মিশ্রন : দি বোর্ন আল্টিমাম (ইউনিভার্সাল)
১৬. সেরা সঙ্গীত (অরিজিনাল স্কোর) : অ্যাটনমেন্ট
১৭. সেরা শিল্প নির্দেশনা : সুইনি টড দি ডেমন বারবার অফ ফ্লিট স্ট্রিট
১৮. সেরা প্রামাণ্য চলচ্চিত্র : ট্যাক্সি টু দি ডার্ক সাইড
১৯. সেরা প্রামাণ্যচিত্র শর্ট সাবজেক্ট : ফ্রিহেল্ডড
২০. সেরা মেক আপ : লা ভি এন রোজ (দিদিয়ার লেভারনে ও জেন আর্চিবল্ড)
২১. সেরা কস্টিউম ডিজাইন : আলেক্সান্দ্রা বায়ার্ন (এলিজাবেথ : দি গোল্ডেন এইজ)
২২. সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম : পিটার অ্যান্ড দি উলফ
২৩. সেরা শর্ট ফিল্ম (লাইভ অ্যাকশন) : লে মোজার্ট দেস পিকপকেটস (দি মোজার্ট অফ পিক পকেটস)
২৪. সেরা ভিজুয়াল ইফেক্টস : দি গোল্ডেন কম্পাস
(তালিকা সৌজন্য- বিডিনিউজ টোয়েন্টি ফোরডটকম)
এখানেও তালিকা পাবেন - লিংক
সেরা ছবি ক্যাটাগরিতে মনোনয়ন পাইছিলো- অ্যাটনমেন্ট, জুনো, মাইকেল ক্লেটন, নো কান্ট্রি ফর ওল্ড মেন এবং দেয়ার উইল বি ব্লাড। পুরস্কার পাইছে- নো কান্ট্রি ফর ওল্ড মেন
নিচে মনোনয়ন পাওয়া মুভি গুলার একটু কাহিনী সংক্ষেপ দেয়া হলো -
নো কান্ট্রি ফর ওল্ড মেন : ৮টি ক্যাটাগরিতে মনোনয়ন পাওয়া এই ছবির পরিচালক দুই ভাই ইথান কোয়েন ও জোয়েল কোয়েন। করম্যাক ম্যাকার্থির উপন্যাস অবলম্বনে নির্মিত থ্রিলারধর্মী এ ছবিরও মূল ভাবনায় রয়েছে মানবিক মূল্যবোধ। এরই মধ্যে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডসে দুটো সেরা পুরস্কার পেয়েছে ছবিটি। এর একটি পেয়েছেন ছবিতে ঠান্ডা মাথার খুনির ভূমিকায় অভিনয় করা স্পেনিয় অভিনেতা জেভিয়ার বারডেম, সেরা সহ অভিনেতা হিসেবে। জানুয়ারির ২৬ তারিখে অনুষ্ঠিত দি ডিরেক্টরস গিল্ড অফ আমেরিকাতেও সেরা পরিচালক হিসেবে পুরস্কৃত হন কোয়েন ভ্রাতৃদ্বয়। ২ ফেব্র"য়ারি অনুষ্ঠিত প্রডিউসার গিল্ড অফ আমেরিকাতেও সেরা পরিচালক হিসেবে পুরস্কৃত হন তারা। রাইটার্স গিল্ড অফ আমেরিকা থেকে সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্যের ক্যাটাগরিতেও পুরস্কার পান কোয়েনরা।
দেয়ার উইল বি ব্লাড : ২০ শতকের এক তেল অনুসন্ধানী ডেনিয়েল প্লেইনভিউকে কেন্দ্র করে গড়ে উঠেছে এ ছবির কাহিনী। ১৯২৭ সালে লেখা আপটন সিনক্লেয়ারের 'অয়েল' উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন পল থমাস এন্ডারসন। ছবিতে ভয়ংকর, ক্ষমতালোলুপ তেল ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতার ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন ব্রিটিশ অভিনেতা ডেনিয়েল ডে-লুইস। ছবিটি মোট ৮টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে।
জুনো : অদ্ভুত এই কমেডি ছবিতে জুনো ম্যাকগাফ অন্তঃসত্ত্বা হওয়ার পর প্রথমে গর্ভপাত করানোর চিন্তা করলেও পরে সে সিদ্ধান্ত নেয় যে সন্তান ভুমিষ্ট হওয়ার পর একে সে কোন সন্তনহীন দম্পতির কাছে দত্তক দেয়ে দেবে। ছবিতে ম্যাকগাফের চরিত্রে অভিনয় করে এলেন পেইজ এবারের সেরা অভিনেত্রী ক্যাটাগরিতেও মনোনয়ন পেয়েছেন। ছবির পরিচালক জ্যাসন রেইটম্যান সেরা পরিচালক ক্যাটাগরিতে এবং চিত্রনাট্যের জন্য ডিয়াবলো কোডিও পেয়েছেন অস্কার মনোনয়ন।
অ্যাটোনমেন্ট : দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত ছবিটি পেয়েছে ৭টি মনোনয়ন। ছবিটি ইতোমধ্যে সেরা ফিল্ম ড্রামা ক্যাটাগরিতে গোল্ডেন গ্লোব জিতেছে। ইয়ান ম্যাকিওয়ান এর উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিতে একটি মেয়ের কাহিনী তুলে ধরা হয়েছে যার কাল্পনিক ভাবনা অন্যকে খামাকা দোষী সাব্যস্ত করে এবং এর করুণ পরিণতি ভোগ করে।
ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেন ব্রিটিশ অভিনেত্রী কিয়েরা নাইটলি ও ছবিটি পরিচালনা করেন ব্রিটিশ পরিচালক জো রাইট। এর আগে এরা 'প্রাইড অ্যান্ড প্রেজুডিস' ছবিতে একত্রে কাজ করেন। ওই ছবিতে কিয়েরা এলিজাবেথ বেনেটের চরিত্রে অভিনয় করে অস্কার মনোনয়ন পান।
মাইকেল ক্লেটন : হালের চাকরিজীবীরা কর্মস্থলে যে কর্পোরেট দুর্নীতি, ব্যক্তিগত লোভ ও আদর্শিক সঙ্কটের মুখোমুখি হয় সেসবকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে এ ছবির কাহিনী। এক ল' ফার্মকে ঘিরে তৈরি ছবিটি এবার পেয়েছে ৭টি মনোনয়ন। ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন জর্জ ক্লুনি।
(আবারো সৌজন্য- বিডিনিউজ টোয়েন্টি ফোরডটকম)
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:২৭