ঢাকায় আজকে ২০শে জানুয়ারী- বাকি অনেক দিনের থেকেই আজকের দিনটা একটু ভিন্ন, আজকে শহীদ আসাদ দিবস। ১৯৬৯ এর গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে ঢাকা মেডিকেলের বর্তমান জরুরি বিভাগের সামনে শহীদ হন এই অকুতোভয় কমরেড।
শহীদ আসাদের সাথে আমার পরিচয় অনেক ছোটবেলাতেই- ঢাকার মোহাম্মদপুর আসাদ গেটের দেখা রেসিডেন্সিয়াল মডেল স্কুলে পড়ার সময়, বাবার কাছ থেকে ইতিহাশ তখন থেকেই জানি, পরে বড় হয়ে পড়েছি শহীদ আসাদের কাহিনী। শ্রদ্ধার সাথে স্মরন করি, লাল সালাম শহীদ আসাদকে।
অমি রহমান পিয়ালের ব্লগ থেকে আসাদের শার্ট কবিতাটা ধার করলাম-
আসাদের শার্ট / শামসুর রাহমান
গুচ্ছ গুচ্ছ রক্তকরবীর মতো, কিংবা সুর্যাস্তের
জ্বলন্ত মেঘের মতো আসাদের শার্ট
উড়ছে হাওয়ায় নীলিমায়।
বোন তার ভাইয়ের অম্লান শার্টে দিচেছ লাগিয়ে
নক্ষত্রের মতো কিছু বোতাম, কখনো
হৃদয়ের সোনালী তন্তুর সূক্ষতা।
বর্ষিয়সী জননী, সে শার্ট উঠোনের রৌদ্রে
দিয়েছেন মেলে স্নেহের বিন্যেসে।
ডালিম গাছের মৃদু ছায়া আর রোদ্দূর শোভিত
মায়ের উঠোন ছেড়ে, এখন সে শার্ট,
শহরের প্রধান সড়কে সড়কে,
কারখানার চিমনির চুড়োয়,
গমগমে অ্যাভিনুর আনাচে কানাচে
উড়ছে, উড়ছে অবিরাম,
আমাদের হৃদয়ের রৌদ্র জলোচ্ছি্বত প্রতিধ্বনিময় মাঠে
চৈতন্যের প্রতিটি মোর্চায়।
আমাদের দূর্বলতা, ভীরুতা, কলুষ আর লজ্জা,
সমস্ত দিয়েছে ঢেকে একখন্ড বস্ত্র মানবিক
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা।
আজকের ঢাকার দৈনিকে শহীদ আসাদকে নিয়ে লেখা-
লিংক ১
লিংক ২