কেয়ারটেকার!!
________________________________
ভোদাই আমার দীর্ঘকালের বন্ধু৷ শৈশবে একবার কাঁটালবৃক্ষ হইতে পড়িয়া গিয়া মস্তকে চোট পাইয়াছিলো৷ ঐ ঘটনার পর হইতে ভোদাই কিছু বিষয়ে কাঁচা রহিয়া গিয়াছে৷ মাঝে মাঝে আমার নিকটে আসে পাকিবার দুরাশায়৷ আমি কার্বাইড নহি, তবু তাহাকে পাকাইবার চেষ্টা করি যথাসাধ্য৷ কিয়ত্কাল পাকিয়া থাকিবার পর আবারও সে যেমন ছিলো তেমন হইয়া পড়ে৷ তবু আমি চেষ্টার ত্রুটি করি না৷ হাজার হউক সে আমার মিত্র৷
গতকাল ভোদাই আসিয়া শুধাইলো, "আচ্ছা মুখা, কেয়ারটেকার সরকার কী?"
আমি তাহাকে বিশদ বুঝাই৷
ভোদাই বুঝিতে পারে না৷ কহে, "বড় শক্ত ঠেকিতেছে৷ একটু জল করিয়া বল৷"
আমি একটু জল করিবার চেষ্টা করি৷ ভোদাই আর কিছু না বুঝুক, সে আদিরস ও গালাগালিতে পক্ক৷ বলি, "সরকার তো বুঝিয়াছ?"
সে মাথা নাড়ে, কহে, "হাঁ৷"
আমি বলি, "কোন সরকার যখন আসে, দেশের কপাল ভালো থাকিলে ৫টি বছরের জন্য আসে, তাহা তো জান?"
ভোদাই বলে, "হাঁ, তাহা কে না জানে?"
আমি বলি, "বাহ বেশ৷ তো, সরকার আসিয়াই দেশটাকে যাকে বলে !@#নের উপরে রাখে, তাহা জান তো?"
ভোদাই বলে, "তাহা না জানিবার কী আছে? সরকার আসিয়া দেশকে !@#নের উপর রাখিবে, ইহাই তো দস্তুর৷"
আমি বলি, "বাহ বাহ বেশ! তো, ৫ বছর একনাগাড়ে যদি কাউকে !@#নের উপর রাখা হয়, তাহার তো সেবাশুশ্রুষা দরকার, নাকি?"
ভোদাই বলে, "হাঁ বিলকুল! সেবা না করিলে তো সে মরিবে! বাস রে, ৫ বছর? তাও একনাগাড়ে?"
আমি বলি, "তো ঐ সেবাশুশ্রুষাকেই ম্লেচ্ছ ভাষায় কেয়ারটেকিং বলে৷ সরকারের !@#নের ফলে দেশের গায়ে যেসব ক্ষত সৃষ্টি হয়, উহার নিরাময় করিবার জন্যই কেয়ারটেকার সরকার পাঠাইতে হয়৷"
ভোদাই এইবার হাসিয়া ফেলে৷ বলে, "বাহ বেশ সিস্টেম করিয়াছে৷ !@য়া মারিয়া টিস্যু দান৷ ৫ বছর রামকোপ দিয়া উহার পরে সেবা করিতে কেয়ারটেকার পাঠানো৷ খাসা বুদ্ধি৷"
আমি স্বস্তির শ্বাস ফেলি৷ যাক, ভোদাইটা বুঝিয়াছে৷
বাস্তবিক, ভোদাই কিছু অতিরিক্তই বুঝিয়া ফেলে পাকিবার সময়৷ সে চোখ টিপিয়া বলে, "কেয়ারটেকার নিজে কোন সুযোগ গ্রহণ করে না? মানে রক্ষক ভক্ষক হইতে পারে না? আমি হইলে কিন্তু পয়লা সুযোগেই মেয়েটিকে একদম ইয়ে করিয়া ছাড়িতাম!"
আমি চটিয়া গিয়া বলি, "মেয়ে আসিলো কোথা হইতে? দেশ নিয়া কথা হইতেছে?"
ভোদাই থতমত খাইয়া বলে, "না মানে ঐ আর কী ...৷"
আমি ফোঁস করিয়া শ্বাস ফেলি, কিন্তু ভোদাই দমে না, কতক ভাবিয়া বলে, "আচ্ছা দেশ তো মাতৃভূমি৷ মাতৃভূমিকে !@#নের উপর রাখে যে, সে তো মাদার!@# একটা!"
আমি সায় দেই৷ ভোদাই খেপিয়া যায়৷ বলে, "তাহা হইলে শুনিতেছি, এই কেয়ারটেকার নাকি আবার আরেক সরকারের হাতে দেশকে তুলিয়া দিবে, কথা সত্য নাকি?"
আমি বলি, "হাঁ, সেরকমই নিয়ম বটে৷"
ভোদাই খেপিয়া উঠে৷ কহে, "এ কী বাটপারি তবে? সেবা করিয়া চাঙ্গা করিয়া ফের তাহাকে ৫ বছর !@#নের মুখে ফেলিয়া দেয়া? মজা পাইয়াছ? আমি ইহা হইতে দিবো না৷ ইঁট দিয়া বাড়ি মারিয়া মাথা ফাটাইয়া ফেলিবো ... একদম ...!" বলিতে বলিতে সে বেগে প্রস্থান করিলো৷
আমি চিন্তিত হইয়া পড়িলাম, তবে বেশি মাথা ঘামাইলাম না৷ ভোদাই বাঙালি৷ সে যত গর্জায় তত বর্ষায় না৷
জাতির জনক কে? একক পরিচয় বনাম বহুত্বের বাস্তবতা
বাঙালি জাতির জনক কে, এই প্রশ্নটি শুনতে সোজা হলেও এর উত্তর ভীষণ জটিল। বাংলাদেশে জাতির জনক ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যক্তিত্বকে জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গের... ...বাকিটুকু পড়ুন
আত্মপোলব্ধি......
আত্মপোলব্ধি......
একটা বয়স পর্যন্ত অনিশ্চয়তার পর মানুষ তার জীবন সম্পর্কে মোটামুটি নিশ্চিত হয়ে যায়। এই বয়সটা হল পঁয়ত্রিশ এর আশেপাশে। মানব জন্মের সবকিছু যে অর্থহীন এবং সস্তা সেটা বোঝার বয়স... ...বাকিটুকু পড়ুন
জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি !
হঠাৎ ইলিশ মাছ খেতে ইচ্ছে হল । সাথে সাথে জিভে ..জল... চলে এল । তার জন্য একটু সময়ের প্রয়োজন, এই ফাঁকে আমার জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প ক্ষমতায় আসছে এটা ১০০% নিশ্চিত। আমেরিকায় ইতিহাসে মহিলা প্রেসিডেন্ট হয়নি আর হবেও না।
আর এস এস সহ উগ্র হিন্দুদের লিখে দেওয়া কথা টুইট করেছে ট্রাম্প। হিন্দুদের ভোট-আর ইন্ডিয়ান লবিংএর জন্য ট্রাম্পের এই টুইট। যার সাথে সত্যতার কোন মিল নেই। ট্রাম্প আগেরবার ক্ষমতায়... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প জিতলে কঠোর মূল্য দিতে হবে ইউসুফ সরকারকে?
ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যে বাংলাদেশের মিডিয়ায় ঝড় উঠেছে। ৫ তারিখের নির্বাচনে ট্রাম্প জিতলে আরেকবার বাংলাদেশের মিষ্টির দোকান খালি হবে।
আমি এর পক্ষে বিপক্ষে কিছু না বললেও ডায়বেটিসের রুগী হিসেবে আমি সবসময়... ...বাকিটুকু পড়ুন