প্লটঃ
হাজার হাজার বছর আগে বিস্তৃত এক জ্ঞান রক্ষা ক'রে চলছে সিক্রেট সোসাইটি ফৃম্যাসন। অযোগ্য আর সাধারণ কারো হাতে সেই জ্ঞান পড়লে পৃথিবীর অপরিমেয় ক্ষতি হয়ে যাবেㅡকোড আর সিম্বলের আড়ালে লুকিয়ে থাকা সে সিক্রেট হস্তগত করার জন্য অশুভ এক শক্তি মরিয়া হয়ে ওঠেㅡফাঁদে ফেলে সিম্বলজিস্ট রবার্ট ল্যাংডনকে নিয়ে আসা হয় ওয়াশিংটন ডিসিতে। তাকে বাদ্ধ করা হয় সেই সিক্রেটার রহস্য উদঘাট করতে।
গা শিউরে মতো এক সত্তের মুখোমুখি ল্যাংডন বুঝতে পারে অশুভ সক্তির হাতে এই সিক্রেটটা কোনোভাবেই তুলে দেয়া যাবে নাㅡকিন্তু মারাত্মক এক ফাঁদে আঁটকা পড়া ল্যাংডনের কাছে কোনো পথই খোলা নেই। বাদ্ধ তাকে অশুভ শক্তির কথা মত কাজ করতে হয়─তারপর?
তারপর জানতে হলে পড়তে হবে বইটি। সম্প্রতি 'লস্ট সিম্বল' নিয়ে একটা সিরিজ বের হয়েছে তার দুই এপিসোড রিলিজ দিয়েছে আর এক এপিসোড এক সপ্তাহ পর রিলিজ দিবে। চাইলে সিরিজটিও দেখতে পারেন।
আমি ড্যান ব্রাউনের লেখার পাগলা ভক্ত, ওনার রবার্ট ল্যাংডন সিরিজের প্রতিটা বই অসাধারণ। ল্যাংডন সিরিজের তৃতীয় বই 'লস্ট সিম্বল' নিয়ে একটা সিরিজ বের হয়েছে। এই সিরিজটি নিয়ে অনেক এক্সাইটেড ছিলাম যেহেতু এক সপ্তাহ পরে একটা করে এপিসোড রিলিজ দিবে তাই প্রথমে ভেবেছিলাম একসাথে সবগুলো এপিসোড দেখবো কিন্তু এক্সাইটেডের মাত্রা এতো বেড়ে গিয়েছিল যে আর অপেক্ষা করতে পারিনি কাল দ্বিতীয় এপিসোড বের হতে এক এবং দুই এপিসোড একসাথে দেখলাম।
সত্যি বলতে দুর্দান্ত হয়েছে। সিনেমাটোগ্রাফি, কালার, অভিনয় সবই ভালো হয়েছে কাহিনিও খুব দ্রুত এগিয়েছে বোরিং কোন সিন ছিলনা। ড্যান ব্রাউন মানেই সিম্বল,কোড,ধর্ম,বিজ্ঞান নিয়ে একটা রহস্য তৈরি করা এবং চরিত্র দিয়ে তার সমাধান করা। এই সিরিজটির দুই এপিসোডে একটা একটা পাজল সমাধান করেছেন সিম্বলজিস্ট রবার্ট ল্যাংডন, প্রথম দুই এপিসোডে দারুন টুইষ্ট ছিল।
যারা বই পড়েছেন তাদের উচিত বইয়ের গল্প ভুলে সিরিজটা উপভোগ করা কারন বইয়ের গল্প সিরিজের প্লটের সাথে পুরোটা মিলবে না এটাই স্বাভাবিক। আর যারা বই পড়েননি তাদের আশা করি ভালো লাগবে। দুটো এপিসোডই আমার ভালো লেগেছে এক বসাতে শেষ করেছি তৃতীয় এপিসোডের জন্য এক সপ্তাহ অপেক্ষা করতে হবে ভেবে খারাপই লাগছে।
(ছবি ফেইসবুক থেকে নেয়া)
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:২৯