বই: গন ফর গুড
লেখক: হারলান কোবেন
অনুবাদ: সালমান হক
প্রকাশক: চিরকুট প্রকাশনী
মুদ্রিত মূল্য: ৪৫০৳
কাহিনি সংক্ষেপঃ
ছোটো থেকে বড়ো ভাই কেইনের গুণমুগ্ধ উইল ক্লেইন। নিউজার্সির এক মফস্বল শহরে বাবা-মা, বোন আর ভাইকে নিয়ে ভালোই সময় কাটছিলো তার। কিন্তু সব হিসেব-নিকেশ বদলে যায় এক রাতে। উইলের প্রথম ভালোবাসার মেয়েটা নৃশংসভাবে খুন হয় নিজ বাসায় বেজমেন্টে। প্রধান সন্দেহভাজন- উইলের ভাই। পালিয়ে যায় কেইন, সব প্রমাণও তার বিরুদ্ধে। হাসিখুশি পরিবারটা আর হাসিখুশি থাকে না। ঘটনাটা পাল্টে দেয় প্রত্যেকের জীবনের গতিপথ। এক পর্যায়ে তারা ধরেই নেয় চিরতরে হারাতে হয়েছে কেইনকে।
এগারো বছর পরের ঘটনা। উইল প্রমাণ পায় তার ভাই বেঁচে আছে। শুধু তাই নয়, এতদিন ধরে সে যা বিশ্বাস করে এসেছে, সব বদলে যেতে থাকে একের পর এক। বাধ্য হয় সে সত্যের পিছু নিতে। কিন্তু জীবন তার জন্য যা সাজিয়ে রেখেছে, তা কল্পনাকেও হার মানাবে।
পাঠ প্রতিক্রিয়াঃ
শেষ করলাম টুইস্ট মাস্টার হারলান কোবেনের শ্বাসরুদ্ধকর থ্রিলার "গন ফর গুড"। সত্যি দুর্দান্ত! বইয়ের একদম শুরু থেকেই প্রত্যেকটা পৃষ্টার সাথে আটকে রেখেছিলেন কোবেন। কী হয়,কী হয় একটা ব্যাকুলতা নিয়ে সমান আগ্রহ নিয়ে পেজের পর পেজ উলটে গেছি। বইয়ের প্রতিটি অধ্যায় ছিলো টুইস্ট এবং সাসপেন্স এ ভরপুর। কোবেনের এর আগে কোন বই পড়া ছিলো না কিন্তু তার এই একটা বই পড়েই লেখকের ভক্ত হয়ে গেছি এবং আমার প্রিয় লেখকের তালিকায় চলে গেছে। পড়ার সময় টুইস্ট এবং পাল্টা টুইস্টে দারুন উপভোগ্য সময় কেটেছে। যে কোন ঘাগু পাঠককে ঘোল খাওয়াতে সক্ষম এই বইটা। একটানা পড়ে যেতে বাধ্য।
সালমান হকের অনুবাদ সহজ এবং সাবলীল ছিলো তার অনুবাদ করা কয়েকটি বই এর আগে আমি পড়েছি খুব ভালো অনুবাদ ছিলো পড়ার সময় মনে হয়ে বিদেশি বই পড়ছি না বাংলা মৌলিক বই পড়ছি। সত্যি দুর্দান্ত! পুরোপুরি উপভোগ্য একটা বই। থ্রিলার, রহস্য ভালোবাসলে আপনিও বইটি পড়তে পারেন সময় নষ্ট হবে না। হ্যাপি রিডিং...
ছবিঃ আমার তোলা
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:১৫