ছায়াবাজী
---------------------------------------------------------
হেটে চলে পথে পথে একটি ছায়াশূন্য মানুষ
সঙ্গী তার নিভু চাঁদ আর কিছু ধূসর ফানুস
হেটে চলে সে পথে,চাঁদও চলে সাথে
ছায়া যে তার হারিয়ে গেছে,যাচ্ছে না পাওয়া তাকে।
ছায়ার খোজে হাটে পথিক,ছায়া খোজে পথে
পথ হারানো ছায়ার সাথে ছায়ার খেলায় মাতে
আলোতে খোজে, আধারে খোজে,খোজে পথের বাঁকে
হাজারো ছায়ায় খুজে ফেরে আপন সত্বাকে।
দিনের আলো ফোঁটে আবার,ভীড় বাড়ে পথে
হাজার মানুষ ছূটছে হেথা,ছায়া নেই কারো সাথে
কিন্তু দেখ অবাক ব্যাপার,কেউ জানে না এ কথা
ছায়া তাদের ত্যাগ করেছে নিয়ে মনে বড় ব্যাথা।
কিন্তু পথিক! সে থামেনা,ছায়া চলে খুজে
ছায়া ছাড়া এ জগতে অপূর্ন সে নিজে
ছায়া যে তার নিত্যসঙ্গী,সদা ছিল পাশে
সেই আজ তারে ত্যাগ করেছে তারই পাপের ত্রাসে।
ছায়া! সে যে ভীষন জেদী,ভীষন একরোখা
অপরাধে সে সায় দেবে না,মানবে নাকো ধোকা
মিথ্যে বলায় বাঁধ সাধবে,হবে না অন্যায়ের চাঁকা
ছলচাতুরি বোঝে না সে,সে এমনই বোকা।
পথিক এখন সবই পারে,মিথ্যে বলে বেমালুম
ঘুষ নিতে তার হাত কাঁপে না,রাত কাটে না নির্ঘুম
অন্যায় দেখে লাগে না খারাপ,হয় না মনঃপীড়া
দাঁড়িয়ে বিপরীতে কেউ বলে না,তোর কি বিবেক যাচ্ছে মারা?
------------------------------
বর্ণিল আঁধার
৮.০৬.২০১০ ইং
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১০ সন্ধ্যা ৬:৩০