আজকে প্রভাকরনকে শ্রদ্ধান্জলী দিয়ে আনেক ব্লগ আসছে সকািল থেকেই। অপরাজেয় যোদ্ধা, ব্লা ব্লা ব্লা......।
প্রভাকরন সিনহালিজদের জন্য একটা আতংক ছাড়া আর কিছুই নয়
আপনারা চিন্তাও করতে পারবেন না এইখানে লোকজন কি ফুর্তি করতাসে। কাল রাতে পটকাবাজির জ্বালায় ঘুমাইতে পারি নাই ঠিকমত
মাত্র ৯% তামিল এই দেশে
প্রভাকরন গত ৫ বছরে তামিল অধ্যুষিত এলাকায় চাষবাস বন্ধ, স্কুল কলেজ বন্ধ, হাসপাতালের সরন্জাম ডাকাতি, বাঁধ ভেংগে গ্রামের পর গ্রাম ভাসিয়ে দেয়া এই জাতিসংঘের সাহায্য ছিনিয়ে নেয়া, এই রকম অসংখ্য কুকীর্তি করে শেষ হয়ে গেল।
সে নিষ্ঠুর, একরোখা ছিল
তামিল টাইগারদের আর্মস এমুনিশনের কথা আর কি বলব
শ্রীলংকান আর্মির এক তৃতীয়াংশ তারা ধ্বংস করেছে
যখন তখন সিভিলিয়ান হত্যা, বোমাবাজি, দেশের মানুষকে আতংকে রাখা, দ্রব্যমূল্য বৃদ্ধি, আরও কত সমস্যা
তামিলরা দুইজন বাংলাদেশীকে হত্যাও করেছে
তার মধ্যে একজন রাশিয়া থেকে পাস করা ইন্জিনিয়ার ছিলেন।
আইল্যান্ডের মানুষ আজ ইনডিপেনডেনস সেলিব্রেট করছে
স্বাধীনতা
তারা এখন নির্বিঘ্নে দেশের সবখানে যেতে পারবে
১৩. ১৯ শে মে, ২০০৯ সকাল ১০:৫৬ সত্যান্বেষী বলেছে
@ mehedi: তামিলদের স্বাধীনতার যুদ্ধে কি শুধু প্রভাকরণই যু্ক্ত ছিলেন? নাকি লাখ লাখ বঞ্চিত তামিলরাও?
@সত্যান্বেষী
দুইকোটি মানুষ এই আইল্যান্ডে
হিন্দু তামিল ৫%
সিনহালিজ তামিল ৪%
কত হইল?
প্রভাকরন একটা ম্যানিয়াক
সে গ্রামর পর গ্রাম জ্বালিয়ে দিয়ে সেইসব গ্রামবাসীদের ধরে মিলিটারী এস্টাব্লিশমেন্ট তৈরী করেছে।
তামিল শিশুদের ধরে ধরে দলে ঢুকিয়েছে
শ্রীলংকান আর্মি প্রচুর তামিল শিশুযোদ্ধা হত্যা করেছে
এন্ড দে আর অলওয়েজ সরি অ্যাবাউট দিস
দে আর সরি ইন দ্য নিউজপেপার এন্ড ইন অল থে নিউজ চ্যানেলস্
দে আর শোয়িং দ্য ডেডবডিস্ অলসো
তমিল টাইগারস্ শুরু টা ভালো করলেও দে আর টেররিস্টস্
এন্ড নাথিং মোর দ্যান দ্যাট
দে মেট দেয়ার ডেস্টিনি
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০০৯ সকাল ১১:১২