অসংখ্য স্বপ্নের লাশের মাঝে একটা স্বপ্ন একটু একটু নড়ছে
দেখে ছুটে গেলাম স্বপ্নের কাছে যদি বাঁচানো যায়
কিন্তু কাছে যেয়ে বুঝতে পারলাম বাঁচার আশা নেই বললেই চলে
কষ্ট নামের গুলিটা বুক ছিদ্র করে বেরিয়েছে
রক্তক্ষরণ হচ্ছে কোন ভাবেই থামানো যাচ্ছেনা
বুকের মাঝে আঁকড়ে রাখা তোমার স্মৃতি গুলো মাটিতে মাখামাখি
অস্ফুট শব্দে এটুকু বোঝা যায় যে, তুমি নামক মানুষটাকে
এখন অবধি ডেকে যাচ্ছে অবিরত
কণ্ঠে জোর না থাকলেও সেটা আর্তনাদ হয়ে বের হচ্ছে
তবু তোমাকেই খুঁজে যাচ্ছে বার বার
মনে হল কিছু একটা বলতে চেয়েও আর বলা হয়নি
বলতে না পারার ব্যাকুলতাও চোখের কোনের অশ্রু হয়ে পরেছে
কোন কিছু বোঝার আগেই দেহটা নিথর হয়ে গেল
স্বপ্নটাকে বুকে চেপে ধরে ডাকলাম ফিরে আস
তোমাকে দেখতে না পারার অতৃপ্ত বেদনাকেই সাথে নিয়ে
তোমার ফিরে আসার স্বপ্নটাও আজ চলে গেল না ফেরার দেশে