আমার মাঝে যদি অন্য ছায়া দেখো
আমার তাতে কি দোষ আছে বল।
আমি আমার মতই তোমায় ভালোবাসি
আমি আমার মতোই তোমায় কাছে চাই
অন্য ছায়া ঠিক এমন করেই পেতো?
নিরব আমি দূরে সরে যাই
আমায় কেন মিলাও ছায়ার সাথে
আমিতো এক অন্য রঙের মানুষ
আমারও তো কষ্ট জমে আছে
সুখ খুঁজেছি তোমার গভীর আঁচে
তুমি ছিলে সুখের ঘরের চাবি
নাহয় হোল আমার আর ঘর করা
থাকব সরে যত দূরে পারি
বন্ধ হোল তোমায় কড়া নারা
তুমি না হয় তোমার মত করে
বানাও তোমার চাঁদের বুকে বাড়ি
আমি আকাশ হয়ে শুধু দেখে যাব
কাছে এসে চাইতে যে না পারি।