বাসষ্টপে দাঁড়িয়ে থাকা মুহূর্তগুলো বিরক্তিকর হয় না
জানি তুমি আসবে
তোমার ক্লাসের বাইরে অপেক্ষার প্রহরগুলোও ভালো লাগে
জানি তুমি আছো
তোমার শাসনগুলো মন খারাপ করে না
নিজেকে জড় অপদার্থ মনে হয় ঠিক তখনি
যখন বুঝিয়ে দাও তুমি আমার নও
কাঙ্ক্ষিত মানবীর অনাকাঙ্ক্ষিত প্রস্থান
দুমড়ে মুচড়ে দেয় ভেতরটাকে
তোমার হাত ধরে সূর্যাস্ত দেখেছি, দেখেছি জোছনা মাখানো আকাশ
ঠিক সেভাবেই তোমাকে নিয়ে সমুদ্র দেখতে চাই,
শুনতে চাই তোমার বুকে স্রোতস্বিনী নদীর জলের শব্দ
আর আবেগ জড়ানো কণ্ঠে তুমি বলছো,
তুমি বলছো, আমি তোমার
শুধুই তোমার।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:১১