কে পরাজিত? আমি না কি আমার ভালবাসা? কেন হেরে গেলাম? এভাবে কেন ভাঙলে আমাকে? আর যে কখনও সোজা হয়ে দাঁড়াতে পারবো না আমি। আমার পা দুটি ভাঙা ছিল। তবু আমি কোন মতে হেঁটে বেড়াতাম। তুমি সেই দুটি পা গতকাল কেটে নিয়ে গেলে। পারবে ভাল থাকতে? যদি পারো তবে তাই হোক।
গতকাল সন্ধ্যায় যখন দাঁড়িয়ে ছিলাম, আমার সামনে পিছনে হাজার হাজার মানুষ আসছিল,যাচ্ছিল। কেউ কেউ হয়ত ফিরে ফিরে তাকাচ্ছিল আমার দিকে। আমি মনে মনে মহান সৃষ্টিকর্তার নামে ধ্যান করছিলাম,ঠিক সৃষ্টি কর্তার নামে না তোমার জন্য "বিধি আমার ভালবাসা যেন মিথ্যে প্রামানিত না হয়"। দীর্ঘ চার ঘন্টা অপেক্ষা করলাম,যেন চারটি যুগ। "হয়ত তুমি আসবে, হয়ত আসবে"। তুমি এলেনা। বললে "সব আমার সাজানো,সব নাটক"। ওমনি হেরে গেলাম। হারলো আমার ভালবাসা।
পায়ে নূপুর পরা ছিল। তোমার খুব প্রিয় নূপুর পরা পা,যে পায়ে তুমি প্রথম দেখার দিনে চুমু দিয়ে বলেছিলে " দেবী,আজ থেকে তোমার হলাম"। নূপুর খুলে ফেলেছি। পা দুটো যে হারি্যেছি চিরতরে। ফিরে আসার পথ ছিলনা। তাই বারংবার অনুরোধ করলাম। "একটু ঠাই দাও"। দিলে না। কিভাবে পারলে? একটি বারও জানতে চাওনি কোথায় আছি, কেমন আছি! একটি মাত্র ছায়া ছিল মাথার উপর। তাও কেড়ে নিলে।
আর তো জীবনে বিশ্বাস করতে পারবোনা, কোনদিন না,কাউকে না। নিজেকেও না। কিভাবে বাঁচবো আমি? গতকালকের ঐ কাল সন্ধ্যাটা আমার জীবনে যে অন্ধকার নামিয়ে আনলো সেখানে কি আর কখনও আলো জ্বলবে? জানতে না তুমি? জানতে না নিয়তি কি খেলাটাই না খেলেছে আমার সাথে? তুমিও খেললে? কি অসীম ভরসা নিয়ে তোমার জন্য পথে নেমেছিলাম সে তুমি চিন্তাও করতে পারবেনা। এভাবে তার জবাব দিলে? আমার সেই প্রাণের মানুষ যাকে নিয়ে খুব গর্ব নিয়ে,দর্প করে বলেছিলাম " আমি এবার একজন মানুষ পেয়েছি"!!!!! এই যদি হয় মানুষ তবে আমি কি???!!!
পারবে নিজের এত বড় কাপুরুষতা ভুলতে? আয়নার সামনে দঁড়িয়ে কি একবারও নিজের চোখে তাকিয়ে শিউরে উঠবে না,নিজের চোখে চোখ রাখতেও কি লজ্জা হবে না তোমার? আমার কোলের মধ্যে যে মাথা টা গুজে একদিন বসেছিলে, বালিশে সেই মাথাটা রেখে কি একবারও মনে হবে না "উহ কি শক্ত"? তোমার বুকের যেখানটাতে মাথা রেখেছিলাম সেখানে চোখ পড়ে একটি বারের জন্যেও কি খালি খালি লাগবে না? আমি তো স্বপ্ন দেখা ভুলেই গিয়েছিলাম। ছেড়েই যদি যাবে কেন আবার স্বপ্ন দেখালে?
মনে মনে কত কিছু ভেবে রেখেছিলাম। এবার যেদিন দেখা হবে তোমার হাত টি ধরে চুপ করে বসে থাকবো। তুমি হাজার প্রশ্ন করলেও কোন উত্তর দিবনা। আর কখনও হাত ধরা হবে না তোমার। এ তৃষ্ণা আমি কি দিয়ে মেটাবো? জানটা এখানে রেখে কিভাবে বেঁচে আছো? জান ছাড়া কি কেউ বাঁচে? তবে কি "জান" ছিল তোমার সাজানো সম্মোধন??
কেন এমন হল? আমার ভালবাসার পরাজয় আমি কিভাবে মেনে নিব? মানুষকে অবিশ্বাস করেও মানুষ বেঁচে থাকে,যেমন আমিও ছিলাম। ভালবাসার উপর বিশ্বাস না থাকলে যে মানুষ বাঁচে না। ভালবাসার উপর থেকে বিশ্বাস টা কে কেন কেড়ে নিলে? আমি এখন কি করে বাঁচবো? কি নিয়ে বাঁচবো? কথা ছিল এখানে বসে একদিন দুজনের মিলন কাহিনী লিখবো। অথচ আজ একা আমি এখানে বসে লিখছি আমার মৃত্যু কাহিনী!! এ পরাজয় কার? আমার না কি আমার ভালবাসার? নাহ কারওই নয়।
না হারিনি আমি। ভাল আছি। খুব ভালো।পরাজয় সবটুকুই তোমার। দোয়া করি শুদ্ধ হও। তোমার দেয়া আগুনে পূড়েই আমিও শুদ্ধ হলাম।
(কল্পিত)