কি সুন্দর বৃষ্টি হচ্ছে দেখেছো বাইরে? ছাতা হাতে বৃষ্টি থেকে নিজেকে বাঁচাতে বাঁচাতে হেটে সাবওয়ে থেকে বাসায় ফিরছিলাম। আর ভাবছিলাম আজ তোমার ফেইসবুক স্ট্যাটাস কি হবে :-) সত্যি! বেশ অনেকদিন বাদে এমন রিম ঝিমিয়ে বৃষ্টি হল...
এখন যদিও ঝরঝরে নির্মেঘ রোদেলা দিন ও অনেক ভালো লাগে। কিন্তু মনে হয় মাঝে মাঝে এই খাপছাড়া বৃষ্টির দরকার আছে। নয়তো রোদেলা দিন ও এক সময় একঘেয়ে লেগে যাবে। ভাবছিলাম জীবনে ও বুঝি বৃষ্টির মতো এমন বৈচিত্র্যের দরকার আছে মাঝে মাঝে :-)
কি খটমটে বাংলা বলছি বুঝি :-):-)
অনেক ধন্যবাদ ওমন সুন্দর মন ভালো করে দেওয়া ম্যাসেজটার জন্য। আসলেই অনেক ভালো লাগছে তোমার ম্যাসেজটা পেয়ে। ঠিক যেন বৃষ্টির মতো :-)
ঠিক এই মুহূর্তে যদি কেমন আছি-র উত্তর দিতে হয় তবে বলি বেশ এর চাইতে একটু বেশী ভালো আছি। বরাবর তো বেশ থাকি :-)
আর রামজান আমাকে কি ট্রিট করবে...আমি উলটো রমজানকে ট্রিট করছি নানান রকম খাবার দিয়ে...হেহে...রোজা একটায় রেখেছি এই পর্যন্ত :=P...সিক্রেট সিক্রেট...কাওকে আবার বলে বসতে যেয়ো না...
হুম আমরা লিখতাম একে অপরকে। একটা ছন্দে খেলত শব্দগুলো আমাদের তখন। মাঝখানে কেন যেন হঠাৎ করে ছন্দপতন ঘটতে শুরু করলো সেই শব্দগুলোর। একসময় সুরগুলো নিতান্তই বেখাপ্পা মনে হতে লাগলো। মনে হল নিজেকে গুটিয়ে নিই। তবে সে তোমাকে অপরাধী করে নয়। এ কথা নিঃসংশয়ে নিশ্চই করে তুমি জেন। আমার ধারণা কারণটা বোধ হয় ছিল আমাদের নিজের নিজের সীমাবদ্ধতা। নিজেকে হয়ত আমরা যথাযত ভাবে প্রকাশ করতে পারিনি।
যাক সে কথা, আগে পারিনি এখন সামনে থেকে আবার নতুন করে চেষ্টা করলেই হল :-)
কেমন আছো তুমি :-)
ইন্ডিয়ান ডে প্যারেডে যাওয়ার চিন্তা করি আসলে ছবি উঠাতে পারবো জেনে। তাছাড়া আবহাওয়া ও মোটের উপর ভালো ছিল বলা চলে। আগে যাওয়া হয়নি কখনো তাই চলে যাওয়া।
এখন তো ইফতার এর সময় হল। মন দিয়ে ইফতার করো। সারাদিন তো উপোস কাটালে। আমার না হয় দিনে দু তিনটা রোজা হয় তোমার তো হয় মোটে একটা :=P। সেটি মন দিয়ে ভাঙ্গা চাই।
রাখছি। ভালো থেকো। সুন্দর কাটুক রাতের বাকি প্রহরগুলো ~