বন্ধু ভেবুর মুভির ঘন্ট খেয়ে (পড়ে) ইচ্ছে হয়েছে আমিও কিছু আপ্যায়ন করতে বসে পরি না কেন । তাই এই আয়োজন।
শেষ যে মুভিটা দেখেছি সেটি একটি তুর্কিশ মুভি। নাম "Everything About Mustafa"। IMDB-র রেটিং ১০ এ ৭.৮। পরিচালক Çagan Irmak। এ সেই পরিচালক যার দুটো মুভি নিয়ে এর আগেও পোষ্ট দিয়েছি। এই পরিচালকের ভক্ত হয়ে পড়ছি।
প্রথমটা, দ্বিতীয়টা
মুভিটার ট্যাগলাইন হচ্ছে, "আপাতদৃষ্টিতে যা মনে হয় আদতে তা কিন্তু নয়"। এক দুর্ঘটনা মুভির কেন্দ্রীয় চরিত্র মোস্তফার জীবনকে উলটে পালটে দেয়। ব্যবসা, পরিবার নিয়ে মোস্তফা বলতে গেলে সুখেই জীবন যাপন করছিল কিন্তু দুর্ঘটনাটা তার সামনে অনেক প্রশ্ন দাঁড় করিয়ে দেয়। সে অনুসন্ধান করতে নেমে পরে কেন এমন হল। কারণটা কি। কিন্তু যে উত্তরটা সে পাই তাতে সে সন্তুষ্ট হয়না। কোন কারণ ছাড়াই যে মানুষ এমন কিছু কাজ করতে পারে সে বিশ্বাস করতে চাইনা। এই কারণ অনুসন্ধানের ফাঁকে ফাঁকে তার শৈশবের বেশ কিছু স্মৃতি সে চারণ করে। শৈশবে সে এমন কিছু কাজ করেছে যা তাকে তাড়িয়ে তাড়িয়ে ফিরছিল। মুভির শেষটাও তার এই অতীতের স্মৃতির প্রভাবে প্রভাবিত। এটি আক্ষরিক অর্থেই মোস্তফার সব কিছু নিয়ে।
একটা রিভিউতে একজন লিখেছে, মুভিটা শেষ করে জোনাকপোকা দেখতে চাওয়ার একটা তাড়না অনুভব করতে পারেন। কথাটা আমারও।
http://www.imdb.com/title/tt0408017/
মুভি ট্রেইলার
যারা যারা ডাউনলোড করার লিঙ্কটা খুজছেন তাদের করুণ মুখে বলতে হচ্ছে, লিঙ্ক খুজে পাচ্ছিনা । নাহ্ নাহ্ লোভ জাগানোর জন্য বলছিনা তবে মুভিটা কিন্তু আসলেই বেশ!
লিঙ্কটা কোথায় পাবো হঠাৎ করে মনে পরে গেল। এই নিনঃ Click This Link
আমার দেখা ভালোলাগা কিছু মুভির তালিকা
আমার দেখা ভালোলাগা কিছু মুভির তালিকা - ২
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১১ রাত ১২:১৩