কিংবদন্তীর ক্যানভাসে এস. এম. সুলতান - ২
বাংলার চিত্র ঐতিহ্যঃ সুলতানের সাধনা - আহমদ ছফা
"শেখ মুহাম্মদ সুলতানের আঁকা গুরুভার নিতন্ব বিশিষ্ট পীনস্তনী এ সকল চমৎকার স্বাস্থ্যবতী কর্মিষ্ঠা লীলা চঞ্চল নারী, স্পর্ধিত অথচ নমনীয় সর্বক্ষণ সৃজনলীলায় মত্ত অহল্যা পৃথিবীর প্রাণ জাগানিয়া, এ সকল সুঠামকান্ত কৃষাণ, এ সকল সুন্দর সূর্যোদয়, সুন্দর সূর্যাস্ত, রাজহাঁসের পাখনার মতো নরম তুলতুলে সকল শুভ্র শান্ত ভোর, হিংশুল বরণ মেঘ মেঘালীর অজস্র সম্ভার, প্রসারিত উদার আকাশ, অবারিত মাঠ, গগণ ললাট, তাল-তমাল বৃক্ষরাজির সারি, দীঘল নদী তীরের এ সকল দৃষ্টিশোভন চর, মাঠের পর মাঠে থরেথরে ঢেউ খেলানো সোনার ধান, কলাপাতার ফাঁকে ফাঁকে জোনাক জ্বলা এমন মোহিনী অন্ধকার, আঁকা-বাঁকা মেঠো পথের বাঁকে বাঁশ-কাঠে গড়া কিষাণের এ সকল সরল আটচালা, এ সকল আহলাদী বাছুর এবং পরিণত বয়স্ক গবাদি পশু সর্বোপরি গোটা জনপদের জনজীবনে উৎসারিত উৎপাদনে-শৃংখলে আবদ্ধ সভ্যতার অভিযাত্রী অজেয় মানুষ, তারা যেন দৈনন্দিন জীবন ধারণের স্রোতে কেলি কলারসে যুগ থেকে পেরিয়ে অনন্তের পথে ভেসে যাচ্ছে, ক্যানভাসে তাদের প্রত্যয় দীপ্ত বলিষ্ঠ উপস্থিতি, স্বচ্ছন্দ ঋজু গতিভঙ্গিমা এমনভাবে বাঁধা পড়েছে, মনে হবে সমস্ত নিসর্গ দৃশ্য ছাপিয়ে মেঘেতে ঠেকেছে তাদের মস্তক এবং পাতালে প্রবিষ্ঠ হয়েছে মূল, তাদের শ্রম-ঘামের ঝঙ্কার চেষ্টার সংগীত সমস্ত প্রাকৃতিক কোলাহল ভেদ করে আকাশ গঙ্গার কিনারে কিনারে ছলাৎ ছলাৎ ধ্বনিতে ফেটে পড়েছে"
- ("কিংবদন্তীর ক্যানভাসে এস. এম. সুলতান" বই থেকে সংগ্রহীত)
কিংবদন্তীর ক্যানভাসে এস. এম. সুলতান - ৪
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১১ সকাল ৭:৪৮