আমরা সবসময় আশেপাশে খারাপ কিছু ঘটলে অথবা খারাপ কোন অভিজ্ঞতা হলে লিখি, সবাইকে তা জানানোর জন্য কিন্তু ভাল কোন অভিজ্ঞতা আমরা খুব কমই শেয়ার করি। আমিও তাই করি, কিন্তু আজ একটি ভালো অভিজ্ঞতার কথা শেয়ার করি।
এই কিছুদিন আগের কথা, ঢাকাতে থাকার কারণে বড় ভাই এর বিয়ের কেনাকাটার দায়িত্ব পড়ল আমাড় ঘাড়ে। আমি নিজে তেমন কেনাকাটা করিনা। এই একটি কাজ আমার পছন্দের বাইরে। পায়ে হেটে যাত্রাবাড়ী থেকে গাবতলি যেতে বললে হয়তো এতো বিপদে পড়তাম না। যাই হোক মা আর বড় ভাই এর হাজার রিকুয়েস্ট এ বাধ্য হয়েই শপিংয়ে গেলাম। ভাইয়া আমার ব্যাংক একাঊণ্ট এ সব টাকা পাঠিয়ে দিয়েছিলো তাই টাকা নিয়ে তেমন সমস্যায় পড়তে হয়নি। কিছু টাকা বুথ থেকে তুলে বেড়িয়ে পড়লাম আর সাথে নিলাম বন্ধু এজাজ কে। বন্ধের দিনে এমন একটা কাজে নিয়ে আসায় ওর আগুণ চোখ বার বার দেখতে হচ্ছিলো। যাই হোক সব ভুলে বন্ধুকে নিয়ে নাবীলা তে ঢুকলাম শাড়ী কিনতে। জীবনে প্রথম শাড়ী কিনবো। যে শাড়ীই হাতে নেই শাড়ীর দাম আর আমার পকেটে রাখা টাকার কোণ মিল খূজে পাই না। সব দেখে দুই বন্ধু মিলে সিদ্ধান্ত নিলাম টাকা তুলে আবার আসবো কিন্তু বের হতে গিয়ে মনে পড়ল আমার কাছে তো ষ্ট্যাণ্ডার্ড চার্টার্ড এর ক্রেডিট কার্ড আছে। দেড়ি না কড়ে শাড়ী পছন্দ করে পেমেণ্ট করতে গিয়ে দেখি ষ্ট্যাণ্ডার্ড চার্টার্ড এর ক্রেডিট কার্ড দিয়ে পেমেণ্ট করায় পাচ্ছি বিশাল ছাড়, এমনকি ইন্সটলমেন্টে পেমেন্টেরও সুবিধা ! আমার আর এজাজ এর মুখে এখন বিশাল হাসি । বেচে যাওয়া টাকা দিয়ে শপিং এর পর বিশাল খাওয়া দাওয়া হবে। এরপর একে একে Artisti থেকে শার্ট, New Jarwa House থেকে গহনা Belmont থেকে সুট কিনলাম সব কিছুতেই বিশাল বিশাল ছাড় ও অফার পেলাম। শপিং এর কষ্টটা অনেকটাই কমে গেল এত ডিসকাউন্ট পেয়ে। খাওয়া দাওয়া ও হল বিশাল করে। এই ঘটনা বলার পেছনে একটা কারন আছে। অনেকে মনে করেন যে ক্রেডিট কার্ড মানেই একটা ঝামেলা। এই বিল ওই বিল এসব কথা মোটেও ঠিক না। আমি নিজে আজ ২ বছর ধরে ষ্ট্যাণ্ডার্ড চার্টার্ড এর ক্রেডিট কার্ড ব্যবহার করি। কোনদিন ও কোন বিল সঙ্ক্রান্ত ঝামেলায় পরিনি বরং সব সময় ই এমন সব অবাক করে দেয়া অসাধারণ অফার পেয়েছি।
এই লেখাটি পরে হয়ত কেউ ক্রেডিট কার্ড নিবেন কেউ নিবেন না। কিন্তু আমাদের সবার উচিত একবার হলেও ক্রেডিট কার্ড ব্যবহার করা।