দেবরঃ বউদি আমি লাগাবো
বউদিঃনানা আমি কিছুতেই লাগাতে দেব না
দেবরঃআরে অসুবিধা কোথার আর সমস্য কোথায়?
বউদিঃকোথায় অসুবিধা আর কোথায় সমস্যা সেটা আমি বুঝবো তোমাকে বুঝতে হবে না :!> :!> :!>
দেবরঃবউদি বৃথাই রাগ করছো ব্যপারতো সামান্য বুঝতেই পারবেন না
বউদিঃসামান্য হোক আর অসামান্যই হোক হবে না মানে হবে নাহ
দেবরঃআরে দরকার হয় টাকা পয়শা দেবওওও
বউদিঃটাকা দাও আর পয়শা দাও আমি লাগাতে দেব নাহ
দেবরঃচিতকার করছেন কেন?? আরে লাগবে তো সামান্য : বুঝতেই পারবেন না
বউদিঃবুঝতে পারি আর না পারি লাগাতে দেবো না মানে দেবো না
দেবরঃবউদি কত আশা করে এসেছিলাম নিরাশ করে দিলে?
বউদিঃতোমরা তো আর যা! কত বড় বড় নেতা ,মাফিয়া এমন কি আমার বরও এসেছিল তাকেও লাগাতে দেইনি
দেবরঃহ্যা! দাদাকে লাগাতে দাওনি!! কেনো লাগাতে দাওনি বউদি?? দাদার গন্ডগোলটা কি?
বউদিঃমুখপোড়া আমার বাড়ির দেয়ালে মদের বিজ্ঞাপন লাগাবে বলে তৈরি তাই আমি লাগাতে দেইনি
দেবরঃ আরে আমরা মদের দেব না ,আমরা লাড়ি পা কোম্পানির হাতুড়ি মার্কা জাঙ্গিয়ার বিজ্ঞাপন দেব
বউদিঃজাঙ্গিয়ার বিজ্ঞাপন দাও আর ইয়ের বিজ্ঞাপন দাও লাগানো হবে না আসতে পারো
দেবরঃ একদম লাগাতে দেবে না?
বউদিঃ লাগাতে দিতে পারি,তবে একটা শর্ত আছে।
দেবরঃ আরে শর্ত মর্ত যা বলো কোন আপত্তি নাই ইমে ইম্নে বলছিলাম কি বউদি কোথায় লাগাবো? সামনে না পিছনে?
বউদিঃসামনে হবে না,বাড়ির পিছনের দেয়ালে লাগাতে পারো,লিখে দিও বিজ্ঞাপন লাগানো নিষেধ।
(একটা নাটক দেখতেছিলাম আরকি )