বিশাল এ পৃথিবী তবু যেন এক সমাজ,
এই পৃথিবীতেই আবার হাজার প্রাণীর বাস।
মানুষ হল শ্রেষ্ঠ প্রাণী সাজিয়েছে যারা ধরা,
সেই মানুষের আঘাতেই আবার বিশ্ব যাচ্ছে তন্দ্রা।
বিশ্ব সমাজে মানুষ ছাড়া না করে কেউ অপরাধ,
কিন্তু মানুষ শ্রেষ্ঠ জীব হয়েও অপরাধ করে অগাধ।
বিশ্ব সমাজে মাঝে মাঝে মানুষ হয় নির্বোধ,
মাঝে মাঝে তারা হয়ে উঠে নরপশু অবাধ।
মানুষের এই বিচিত্র আচরণ করে মোরে চপোটাঘাত,
মাঝে মাঝে ব্যথিত হয়ে চিন্তা করি দিন-রাত।
বিশ্ব সমাজে পশ্চিমা রাষ্ট্র করছে বেখেয়ালি আচরণ,
তাদের কারণেই ক্ষুদ্র রাষ্ট্র পাচ্ছে না অভয়ারণ।
বিশ্ব সমাজে আমেরিকা আজ করছে মোড়লীপনা,
অন্য কোন রাষ্ট্রকে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে যাচ্ছে না গোনা।
ইউরোপীয়ানরাও মেতেছে উৎসবে আমেরিকানদের সাথে,
ফলে মৈত্রিজোট আরও শক্তিশালী হয়েছে এ ধরাতে।
পঞ্চশক্তি অবাধে তৈরি করছে পরমাণু বোমা,
অন্যরাষ্ট্র করতে গেলেই অবরোধ পড়ছে জমা।
বৃহৎ শক্তি আজ করছে অস্ত্র নিয়ন্ত্রণ,
মানছে না তারা কোন নিয়ম-কানুন।
উন্নত রাষ্ট্র আজ করছে পরিবেশ বিপর্যয়,
ফলে দ্বীপরাষ্ট্রগুলো ধীরে ধীরে হচ্ছে ক্ষয়।
বাংলাদেশ নামক রাষ্ট্রের সাথে ভারত করছে প্রতারণা,
সীমান্তে বাংলাদেশী হত্যার কারণ যাচ্ছে না জানা।
আমি চাইনা এমন পৃথিবী এমন বঞ্চনা,
বদলাতে হবে এই সমাজ এটাই হোক প্রেরণা।
তৈরি করতে হবে সত্য ও ন্যায়ের মিছিল,
অন্যায়কে করতে হবে সমস্ত পৃথিবী থেকে বাতিল।