"হোলি"
এক দল ভ্রাতৃত্বের বন্ধন বানায়, আরেক দল শত্রুতা,
এক দল নোংরামি করতে যায়, আরেক দল কুয়ারা।
একজন বলে "হায় হায়! ধরমো, ধরমো!",
যার ঘর থেকে বের হয় জী বাংলার সিরিয়ালে ভগবানের কাছে প্রার্থনার মন্ত্র।
আরেকজন বলে, "ধরমো তোর উৎসব সবার"
মাগার কোরবানিতে গরু জবাই সয় না তার!
না হলো বন্ধন না হলো উৎসব,
এখন চলছে কাঁদা ছোড়াছুড়ি আর মহাতান্ডব।
এদের কাজ দেখে মনে হয় এই গ্রহটা কয়েকটা স্রষ্টার,
আলাদা স্রষ্টার বান্দাদের তাই আলাদা ক্ষমতা দরকার।
- ফখরুল আমান ফয়সাল
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৭ সকাল ১১:১৭