হঠাৎ শঙ্কায় পড়েছি আমি। 'যাজাকুল্লাহ খাইরান' বলতে বলতে জামায়াতি কীটগুলো হাজির হচ্ছে ব্লগে। শুরুটা হচ্ছে 'রোমের বাদশাহ কায়সার। এক অহংকারী বাদশাহ ছিলেন তিনি। তার গর্ব ছিল জ্ঞান নিয়ে, বুদ্ধি নিয়ে...' টাইপের ঘুমপাড়ানি কাহিনী দিয়ে। ফাঁকে ফাঁকে আসবে 'আসুন শিবির করি'। সব কৌশলই অতিচেনা।
অমি রহমান পিয়ালের কমেন্ট অধিকার কেড়ে নেওয়া হয়েছে। যেভাবে চলছে, আমি নিশ্চিত, আগামীকাল এই কোপ পড়বে আরেকজনের ওপর। তার পরেরদিন আরেকজন। এমন নয় যে, এই ব্লগে পোস্ট দিতে না পারলে কিংবা কমেন্ট করতে না পারলে কারো খুব ক্ষতি হয়ে যাবে। কিন্তু ঘটনাগুলো ঘটছে খুব সচেতনভাবেই। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ওপর বেছে বেছেই আক্রমণগুলো হচ্ছে। আর নব্যরাজাকারদের জন্য ক্ষেত্র তৈরি করে দেওয়া হচ্ছে।
তো, এই যদি হয় ব্লগ, এই যদি হয় সামহোয়্যারইন কর্তৃপক্ষের নীতি, তাহলে ব্লগ ছেড়ে যেতে আমার যে অনুভূতি হবে, তা হবে মাত্র ২০ টাকা হারিয়ে ফেলার সমান! সবমিলিয়ে সামহোয়্যারের এই পর্যন্ত যা অর্জন, এমনকি আমাকে এই ব্লগে নিষিদ্ধ ঘোষণা করলেও অনুভূতির হেরফের হবে বলে মনে হয় না।