একবার একটি ফড়িং ও পিপড়া জংগলের ভিতর দিয়ে যাচ্ছিল, হঠাৎ পিপড়া একটি ছোট জলাশয়ের উপর পড়ে গেল, এবং ভাসতে লাগলো। কোনো মতেই পিপড়া জলাশয়ের ধারের কাছে আসতে পারলো না।
তখন ফড়িং চিন্তা করলো, জলাশয়ের ধারেই রয়েছে উগ গাছ। সে গিয়ে উগগাছ কে বললো,
উগ গাছ উগ গাছ তুমি আমাকে একটা পাতা দাও না, সে পাতা পানিতে ফেলবো পিপড়া ভাই এর প্রাণ বাচাবো।
উগ গাছ বল্লো, আমাকে প্রতিদিন কাক অনেক বিরক্ত করে, তুমি কাক কে বারণ করে দাও আমার ডালে বসে আমাকে বিরক্ত না করতে, তবেই আমি তোমাকে পাতা দিবো।
ফড়িং গেলো কাকের কাছে, কাক কে বললো, কাক ভাইয়া কাক ভাইয়া তুমি আর উগ গাছে বইসো না, তাহলেই উগ গাছ আমাকে পাতা দিবে সেই পাতা জলে ফেলবো পিপড়া ভাই এর প্রাণ বাচাবো। কাক বললো, তুমি আমাকে ডিম এনে দাও, আমি ডিম খাবো তবেই আমি আর উগ গাছে বসবো না।
ফড়িং গেলো মুরগীর কাছে, গিয়ে বললো মুরগী মুরগী তুমি আমাকে ডিম দাও সেই ডিম কাক খাবে কাক আর উগ গাছে বসবে না উগ গাছ আমাকে পাতা দিবে সেই পাতা পানি তে ফেলবো পিপড়া ভাই এর প্রাণ বাচাবো।
মুরগী বললো, আমাকে খড় এনে দাও আমি তোমাকে ডিম দিচ্ছি।
ফড়িং গেলো খড় এর কাছে, গিয়ে বললো, খড় ভাইয়া খড় ভাইয়া আমাকে একটু খড় দাও, সেই খড় মুরগী খাবে, মুরগী আমাকে ডিম দিবে সেই ডিম কাক খাবে কাক আর উগ গাছে বসবে না উগ গাছ আমাকে পাতা দিবে সেই পাতা পানি তে ফেলবো পিপড়া ভাই এর প্রাণ বাচাবো।
খড় বললো আমাকে ইদুর অনেক জ্বালা করে তুমি ইদুর কে মানা করো তবেই আমি খড় দিবো তোমাকে।
ফড়িং গেলো ইদুর এর কাছে, গিয়ে বললো ইদূর ভাইয়া ইদুর ভাইয়া তুমি আর খড় কেটো না তবেই খড় আমাকে খড় দিবে সেই খড় মুরগী খাবে, মুরগী আমাকে ডিম দিবে সেই ডিম কাক খাবে কাক আর উগ গাছে বসবে না উগ গাছ আমাকে পাতা দিবে সেই পাতা পানি তে ফেলবো পিপড়া ভাই এর প্রাণ বাচাবো।
ইদুর বললো, তুমি বিড়াল কে মানা করো আমাকে তাড়া করতে, তবেই আমি খড় কাটবো না।
ফড়িং গেলো বিড়াল এর কাছে গিয়ে বললো, বিড়াল ভাইয়া বিড়াল ভাইয়া তুমি আর ইদুর কে তাড়া কইরো না, তাহলে ইদুর আর খড় কাটবে না খড় আমাকে খড় দিবে সেই খড় মুরগী খাবে, মুরগী আমাকে ডিম দিবে সেই ডিম কাক খাবে কাক আর উগ গাছে বসবে না উগ গাছ আমাকে পাতা দিবে সেই পাতা পানি তে ফেলবো পিপড়া ভাই এর প্রাণ বাচাবো।
বিড়াল বললো, আমাকে দুধ এনে দাও তবেই আমি ইদুর কে তাড়া করবো না।
ফড়িং গেলো দুধ আনতে গরুর কাছে, গিয়ে বললো গরু ভাইয়া আমাকে দুধ দাও না। সেই দুধ বিড়াল খাবে বিড়াল আর ইদূর কে তাড়া করবে না তাহলে ইদুর আর খড় কাটবে না খড় আমাকে খড় দিবে সেই খড় মুরগী খাবে, মুরগী আমাকে ডিম দিবে সেই ডিম কাক খাবে কাক আর উগ গাছে বসবে না উগ গাছ আমাকে পাতা দিবে সেই পাতা পানি তে ফেলবো পিপড়া ভাই এর প্রাণ বাচাবো।
গরু বললো আমাকে ঘাস খাওয়াও আমি দুধ দিচ্ছি।
ফড়িং গেলো ঘাস আনতে, বললো ঘাস ঘাস ভাইয়া তুমি আমাকে একটু ঘাস দাও সেই ঘাস গরু খাবে গরু আমাকে দুধ দিবে সেই দুধ বিড়াল খাবে বিড়াল আর ইদূর কে তাড়া করবে না তাহলে ইদুর আর খড় কাটবে না খড় আমাকে খড় দিবে সেই খড় মুরগী খাবে, মুরগী আমাকে ডিম দিবে সেই ডিম কাক খাবে কাক আর উগ গাছে বসবে না উগ গাছ আমাকে পাতা দিবে সেই পাতা পানি তে ফেলবো পিপড়া ভাই এর প্রাণ বাচাবো।
ঘাস অতঃপর ঘাস দিলো, সেই ঘাস গরু খেলো গরু তাকে দুধ দিলো , দুধ খেয়ে বিড়াল আর ইদুর কে তাড়া করলো না, ইদুর আর খড় কাটলো না, খড় খুশি হয়ে খড় দিলো সেই খড় মুরগী খেলো , ডিম খেয়ে কাক আর উগ গাছে বসলো না, উগ গাছ পাতা দিলো, সেই পাতা পানি তে পড়লো, আর পিপড়া সেই পাতার উপর ভর করে পাড়ে চলে আসলো।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:০২