পিচাশ, তোমার অযথা আস্ফালন !
তোমার কথা শুনেনি কোনদিন, মানেনি জনগন ,
পিতার বুকে গুলি চালিয়ে মেতেছিলি উল্লাসে
দোসর দিল পুরষ্কার, প্রমোশন পরবাসে !
পিচাশ, তোরা করতে চেয়েছিলি কি এই দেশে ?
ঘৃণার ইতিহাসে বেঁচে আছিস তো ধুলির সাথে মিশে !
কি জগন্য তোরা ! করলি বাবার রক্তে স্নান !
ইতিহাসে বাবা বেঁচেই রবেন, একটুও হবেন না ম্লান !
তোদের কাছে অপরাধী তিনি, তাঁর স্বাধীন দেশে (?)
কতবার বাবা মরতে গেলেন স্বাধীনতার জন্য হেসে !
কি অপরাধ ছিল বঙ্গমাতার, আট বছরের শিশুর ?
পুত্রবধুরা, কামাল, জামাল কি অপরাধী ছিল কিছুর ?
অন্তঃসত্ত্বা আরজুমনিও রেহাই পায়নি সেদিন
মেহেদির রঙ মুছে দিয়ে রক্ত ঝরেছিল যেদিন !
বাবার প্রিয় কোরান শরীফে লেগে আছে রক্তের দাগ !
অপরাধ কি ছিল ভেবে না পাই, বিশ্ব হতবাক !
কাপুরষ ঐ, বেজন্মার দল, পালালি কেনরে পরে ?
ঘৃণার্হ তোদের সারাজীবন, প্রতিটি মানুষের অন্তরে
!
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০২০ রাত ১২:৪০