কবিতা আজ পেখম মেলেছে, বড়!
আকাশে আজ কবিতা উড়বে! হল কেমনতর?
সুকান্ত দিলেও ছুটি, আমি এনেছি টেনে,
ক্ষুধার রাজ্যে গদ্যময় সব যদিও নিয়েছি মেনে!
কবিতারা বলে, 'আকাশ পাইনি উড়ার,
কতজন দেখাল স্বপ্ন আমাদের ,স্বাধীন স্বপ্নচূড়ার!'
কবিতারা ছুটছে ক্ষিপ্র ধুর্জুটিবেগে,
সমুখে বাধা অতিক্রম্য সব, কবিতার আবেগে,
যত উঁচু-নিচু, সামনে পিছু, সমান হবে সব,
জীবন পথে সব অনুরোধে কবিতার উৎসব!
কবিতার অস্ত্রে, শত সহস্রে মিটবে কামিনের দাবি
কবিতা ছুটছে প্রবল বেগে, সাথে তোরা কে কে যাবি?
কবিতা সম্মুখে এগিয়ে চলো, তোমার নেইকো ছুটি,
কবিতা সত্য ,কবিতা স্বাধীন, কবিতায় লুটোপুটি!
কবিতা যুদ্ধ, কবিতা বিদ্রোহী, কবিতায় প্রতিবাদ,
শোষক, তুমি এবার পাবে তিক্ত কবিতার স্বাদ!
Copyright@ Zafar Alam
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০২০ রাত ১২:৪০