দাতব দেহে লজ্জারা ফিরে আসে
পৃথিবীর চৌম্বিক টানে
ভালোবাসা ভুলে যায় অশ্রু সজল লজ্জা রাঙামুখ
একপাশে নতমুখী কিশোরী বধু ।
ভালোবাসা রঙ ছুঁয়ে যায় রাঢ়ের দেহে,
অনূঢ়া কামিন সহাস্যে বিলিয়েছে সুখ !
শোক স্তবক লিখে ভরেছি পাতা , ভালোবাসি লিখিবার ছিলনা সময় ।
আমাদের ধ্যানে আসে মহাকালের ওপাড় থেকে এক চিলতে স্বপ্ন,
একঝাঁক প্রজাপ্রতি,
একটি বিমূর্ত রাত্রির ছবি ,
সবশেষে , একটি কবিতার কঙ্কাল ছাড়া পাইনি খুঁজে কিছুই ।
কিছু মৃত দেহ , কিছু ফুলেল কথার অনুরণ ।
হে অপঘাতি, পাপের ক্রমক্ষয়িষ্ণু সময় !
তুমি দাঁড়াও !
তুমি নিশ্চল , নির্বিকার হয়ে দাঁড়াও,
একটা বিবর্ণ রক্ত টিপ এঁকে দেই তোমার ললাটে,
না হয়, এক ফোঁটা চন্দন !
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০২০ ভোর ৫:১৪