কবে হবে আর দেখা ?
তোমাকে নিয়ে হবে আমার সুখের কাব্য লেখা ।
তোমাকে নিয়ে হবে আমার বেসুরা গান গাওয়া,
নদির স্রোতে গা ভাসিয়ে নতুন জলে নাওয়া
কবে আর দেখা হবে ?
এক পলকে , অবাক হয়ে চেয়ে রব নীরবে!
সমুদ্রতটে সাদা ঝিনুক কুড়িয়ে,
গেঁথে দিবে কথার মালা হৃদয় জুড়িয়ে ।
সবুজ বনানীতে লুকোচুরি খেলে
স্নান করবো ঝর্ণায় হাতে সময় পেলে ।
আকাশে উড়াবো ঘুড়ি কত লাল নীলে
ধরবো পুঁটি মাছ বর্ষার বিলে ।
পরনে সাদা শাড়ী হলুদ পাড়ে
ভিজবে সারাদিন এমন আষাঢ়ে!
দেখা কি আর হবে ?
নাকি ভেবে নেব এইসব একাকী নীরবে?
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০২০ রাত ১১:৫৬