সময়ের অন্তরালে আমি থাকিনি বন্ধু, আমাদের এইসব দিনরাত্রিতে,
সামাজিক সব আয়োজন ছেড়ে, আমি তো গৃহী
কিছুটা তো অন্তরিন বলা চলে,
নিজের মধ্যে নিজেই স্বাধীনতার পতাকা উড়িয়ে আমি বিজয়ী হয়েছি অনেক।
নিজেকে শাসানোর মাঝে পুলকিত হই,
মাতৃস্নেহে,আত্মজা আমার জড়িয়ে আছে সারাটি বিকেল,
বাবার বজ্রকঠিন তালমিছরির শাসন,
'আমার বাহাদুর শাহ জাফর,'
মাঝে মধ্যেই জনককে দেখে চমকে উঠি,
আমি কি পারিবারিক আবর্তে ঘুরপাক খেতে খেতে প্রস্হান করছি?
কিসের যেন সুঘ্রাণ নাকে ভেসে আসে,
যেতে পারি আর নাই,
স্বপ্নে,স্বর্গে যেতে ক্ষতি তো নেই!
প্রতিদিন,
আমি স্বর্গের সিঁড়ি পর্যন্ত যাই,
আমি যেমনি ছিলাম,
শুধু তোমার পতাকা উড়িয়ে দেবার জন্যে,
শুধু তোমাকে উপরে তুলে ধরার জন্যে,
শুধু তোমাকে বিজয়ী করবার জন্যে,
আমি না হয় পিছিয়েই গেলাম বন্ধু,
কম কি, সিঁড়ি পর্যন্ত না হয় গেলাম!
হোক না মিছে স্বপ্নে,আমি তো গৃহী, সন্ন্যাসে তো নই।
29-30/06/2020
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০২০ রাত ১১:৫৫