বাবা,
তোমার শৈশব কেটেছে রেল লাইনের পাশে নিরন্ন, ছিন্নমূল শিশুদের দেখে ।
এক ঈদের দিনে গায়ের জামা খুলে দিয়ে এসেছিলে কোন এক অসহায় মানুষ কে ।
তৃপ্তির স্বস্তি নিয়ে তুমি উদো্ম শরীরে ঘরে ফিরে এসেছিলে ।
প্রতিদিন অনাথ শিশুরা খেয়েছে তোমার দুপুর বেলার টিফিন ।
তোমার যৌবনে,
উদ্দ্যাম,জঞ্জাবিক্ষুদ্ব উদ্ভ্রান্ত তুফানে্র মতো এলো স্বাধীনতার ডাক!
তুমি বিহব্বল , বিগলিত হৃদয়ে
মানুষের অধিকার ছিনিয়ে আনার জন্যে ক্ষিপ্র ঘোড় শাবকের মতো ছুটেছো রনাঙ্গনে।
শ্যামলিমা , সবুজ ধান ক্ষেত থেকে,মানুষের অধিকার আদয়ের দীপ্ত শপথে
তোমার স্বপ্নে ছিল চে গুয়েভারা!
পিচাশের ঘৃণ্য নির্লজ্জ স্পৃহাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, তো্মার শ্যেন দৃষ্টি গেলো ল্যাটিন আমেরিকায়।
ইস্পাতের মতো ধীর আফ্রিকার মাদিভা প্রবাদ পুরুষ,
নেলসন ম্যান্ডেলাকে তুমি করে ছিলে হৃদয়ে ধারণ।
যুদ্ধশেষে তুমি বীরের বেশে ফিরে এসেছিলে, বটে!
কালগ্রাসী বুড়িগঙ্গা নিয়ে গেলো তোমার পাঁজরের এগারটি হাঁড় ।
তোমার প্রিয় এগারোজন বন্ধু কে!
সারাটি জীবন তুমি তাঁদের স্মৃতিকে বুকে ধারণ করেছো,
লালন করেছো তাঁদের প্রিয়জনদের !
বাবা,
বন্ধুদের জন্য মানুষ এতো করে আমারা দেখিনি!
যুদ্ধ বিধ্বস্ত দেশের বিশৃঙ্খলতায়, অভিমানে,
তুমি জার্মানিতে চলে গেলে ।
দুই দুইটা বিশ্বযুদ্ধ হেরেছে জার্মানি ।
কমনিষ্ঠা আর অদম্য যুবাদের কারিগরি শিক্ষায় তুমি খুঁজে ফিরেছো, তোমার
রক্তাক্ত শ্যামলিমা বাংলাদেশ !
তুমি ফিরে এলে তোমার প্রিয় বাংলাদেশে !
বুকের তাজা রক্ত দিয়ে রাঙালে তোমার স্বপ্ন গুলি তিলে তিলে !
এদেশে হাজারো মানুষ আছে,
হাজার কোটি টাকা তাঁদেরও আছে ।
ক্ষমতা ও আছে ।
কিন্তু কয়জনে বুকের রক্ত ঢেলে নির্মাণ করেছে বঞ্চিত মানুষের স্বপ্ন?
তরুণ, যুবা আর রপ্তানী খাত কে মাথায় নিয়ে একটি বিশ্ববিদ্যালয় ?
হতেই তো পারে,
ক্ষমতার সাথে দেশপ্রেম আর সাহস প্রয়োজন ,
প্রয়োজন ভালবাসা,
প্রয়োজন হাজার সন্তানে্র দায়িত্ব কাঁধে নেয়া ।
তুমি তো সফল বাবা,
তোমার সন্তানরা আজ পৃ্থিবী জুড়ে, সাংহাই থেকে ফিলাডেলফিয়ায়,
ব্রাসেলিয়া থেকে অন্টারিও্ কিংবা সেন্টপিটার্সবার্গ !
একদিন মানুষ চলে যাবে, যেতে হবে আমাদেরও !
বাবা,
তোমাকে আমি কখনোই আলুথালো দেখিনি !
যাবার বেলায়,
তোমার নিথর দেহটা,
সন্তান হিসাবে আমাদের স্বপ্ন ছিল
অনেক সুন্দর একটা কফিনে থাকবে,
হতেই তো পারতো চন্দনের, নাহয় সেগুন কাঠের !
তারপর,
জীবন বাজী রেখে তোমাদের অর্জিত স্বাধীন বাংলাদেশের পতাকায় ঢাকা!
হায় !!
দেখলাম বেওয়ারিশ লাশের মতো,
একটা অতি সাধারণ ডেথ চেম্বার ব্যাগে মোড়ানো !
আমরা নিয়তির সব কিছুই মেনে নিলাম !
মেনে নিতে পারিনি তোমার জন্য
কোভিড ১৯ এর অবহেলার এ আয়োজন।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০২০ রাত ১:২২