ভাংগা গড়া
----------------
আমাদের বুঝাপড়া, সব হলো শেষ
তারপর ও রয়ে গেল হৃদয়ে আবেশ।
রয়ে গেল, আবেগের ওম।
কত কি যে মনে পড়ে,
স্হানু একলা যখন, রাত্রি নিঝুম !
ভাংগা সহজ সব, গড়ে দেখো নীড়,
ভালো বাসো,মেখে দিয়ে হৃদয়ে আবীর।
ভাংগা সোজা তবে ,গড়া সোজা নয়,
গড়তে কাঁদে যে, সে কি বড় নয়?