যদি এমন হয়,
পাইনি খোঁজে তোমাকে কোথাও
রমনার বট মূলের বৈশাখী মেলায়,
বেইলি রোডের শাড়ির দোকানে কিংম্বা নিউমার্কেটে,
বইয়ের আসরে, নীলখেত , হাকিম চত্ত্বর অথবা শাহবাগের ফুলের বাজারে ।
যদি আমি তোমাকে না পাই শহীদ মিনার, জয়নুল গ্যালারি, মধু্র ক্যান্টিনে,
যদি তুমি না থাক বাহাদুর শাহ পার্ক, বলধা গার্ডেন, হোসেনি দালান, লালবাগে
আর আহসান মঞ্জিলে,
সেদিন আমি ভেবে নেব,এই
তুমি শৄঙ্খলিত ছিলে বহূদিন, আমার
ভালবাসায় তুমি ছিলে উৎপীড়িত,
আজ তুমি স্বাধীন,
স্বাগতম তোমার স্বাধীনতা ।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৬ রাত ১০:৩৭