একটা ব্যাপার কিন্তু বেশ ভাববার মতো
যখনই এমন গৃহপরিচালিকার উপর এমন পাশবিক নির্যাতন খবরের কাগজে পাই তার ৯৫%এর বেশি ঘটনাতে নির্যাতনের অগ্রনায়ক থাকে ফ্যামেলির সেই শিক্ষীত সফল গৃহিনীটি।
""নারী জাতি হলো মায়ের জাতি ।"" এই প্রবাদটিকে একটু পরিবর্তন বা পরিবর্ধন করা উচিত। শিক্ষিত মায়েরদের আজকের এই নিচু মনা অধপতনের জন্য আমি দেষারোপ শুধু নারীদের ই করছিনা।
এতে কি পুরুষের কোন প্রভাব(ত্রুটি) নেই।
পুরুষরা একটু ভেবে দেখবেন কি।
আপনি সুপুরুষ, যাই হোক আপনি কি কে জোরালো ভাবে অস্বীকার করবেন যে আজকেন নারীদের এই অর্ধউলঙ্গ মনোবারের জন্য বড়লোক সেই সুপুরুষরাই দায়ী।
শহরে থাকি তাই তা ভার করে উপলদ্বি করছি। প্রত্যেক স্বামীরই অধীকার আছে তার স্ত্রীকে সাজিয়ে গোছিয়ে রাখার তাবে সেটা তার নিজের জন্য, কিন্তু দেখা যাচে্ছ বেশির ভাগ ক্ষে্ত্রে স্ত্রী না সাজগোছ করলে স্বামীরা তাদের নিয়ে বের হতে চায় না।
মা জাতি নারীরা আজ একটি মোহের মাঝে যার জন্য পুরুষতান্ত্রিক সমাজ ই বেশি দায়ী।