তার চাইতেও বড় শক্তিশালী মিডিয়া বলা যেতে পারে ব্লগকে। আমাদের "সামহোয়্যার ইন্ ব্লগের" হাজারো লেখক, কবি, সাহিত্যিক,গল্পকার আরও নানা প্রতিভাবান বাঙ্গালী ছড়িয়ে আছে সারা বিশ্বের বিভিন্ন দেশে। আর তারা আপনার জন্য আবিরাম লিখে চলেছে। আছে একদল পরিচালনা কমিটিও।
আমরা এখন অনেকটা যান্ত্রিক জীবন যাপন করছি। যার কারনে পত্রিকা পড়া কিংবা পায়ের উপর পা ঝুলিয়ে টিভি দেখার মত সময় এখন অনেকেরই হয়না। কিন্তু আপনি যেখানেই থাকুননা কেন আশেপাশে দু-চারটা কম্পিউটার থাকবেনা এরকম হওয়ার কথা নয়। আর কম্পিউটার যেখানে আছে ইন্টারনেটতো সেখানে পৌছাবেই।
তো? কি আর করা? ঢুকে পড়ুন "সামহোয়্যার ইন্ ব্লগে"।
যারা একটু বেশি ব্যাস্ত তাদের জন্য রয়েছে বিশ্বের নানা সব খবর একসাথে পাওয়ার আরও দারুন সুযোগ। আর তা আপনি অতি সহজে পেতে পারেন ব্লগ হতেই। যেভাবে পেতে পারেন "সামহোয়্যার ইন্ ব্লগ" নামের অতি জনপ্রিয় ব্লগ সাইট হতে।
তবে হ্যা, তাদের উদ্দ্যেশেই বলছি যারা জাতীর কর্ণধার হয়ে "সামহোয়্যার ইন্ ব্লগে" লিখছেন, ব্লগে আপনার লেখাটি যেন হয় সহজ- সরল ভাষায়। নোংড়ামি, গালাগালি কিংবা খারাপ কোন কথা/মন্তব্য হতে যেন আপনি অবশ্যই দূরে থাকেন। তাহলেই আপনি পেতে পারেন একজন ভালো ব্লগারের উপাধি।
যাইহোক.
আসল কথা হচ্ছে সে দিন দুরে নয় যেদিন "সামহোয়্যার ইন ব্লগ" কোটি বাঙ্গালীর মুক্ত কন্ঠ নামে পরিচিতি পাবে। তবে এখনও কয়জন মানুষই বা জানে যে, "সামহোয়্যার ইন্ ব্লগ" নামের একটি ব্লগিং সাইট আছে। তাই এমন কোন প্রচার প্রচারনার দরকার যাতে জনগনের কাছে এই সাইটটির ব্যাপক পরিচিতি পায়।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৪৩