বর্তমানে প্রচলিত এনার্জি সেভিং বাল্ব আর কিছুই নয় (Energy Saving Lamp) মুলতঃ এক ধরনের সি এফ এল (CFL) লাইট । এটা সাধারণ টিউব লাইটের বিকল্প কিন্তু টিউব লাইট বা অন্যান্য সাধারন লাইটের চেয়ে অনেক বেশি বিদ্যুৎ সাশ্রয়ী । এটা প্রায় ৬০-৭০% বিদ্যুৎ সাশ্রয় করে থাকে যা আমাদের দেশের মত গরীব দেশের জন্য অনেক উপকারী । কিন্তু সমস্যা হচ্ছে এর স্বাস্থ্যগত দিক। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, সি এফ এল (প্রচলিত এনার্জি সেভিং বাল্ব) থেকে অতিরিক্ত মাত্রায় ক্ষতিকর অতি বেগুনি রশ্মি বের হয় যা মানুষের বিশেষ করে ত্বকের ক্ষতি করে এমন কি ত্বকের ক্যান্সারের জন্যও দায়ী।
সাম্প্রতিক কালে উন্নত দেশগুলো এর বিকল্প খোঁজ করেছে এবং সফলকাম ও হয়েছে । উন্নত দেশগুলো বিশেষ করে আমেরিকা, ইউরোপ , অস্ট্রেলিয়া ইত্যাদি দেশগুলো ইতিমধ্যে সি এফ এল বাল্ব বর্জন করেছে । কিন্তু আমাদের মত গরীব দেশগুলো এখনও এ ব্যপারে তেমন কোন পদক্ষেপ নেয়নি।
কেন প্রচলিত এনার্জি সেভিং বাল্ব আমাদের জন্য ক্ষতিকর ঃ
সাধারণ বাল্বের আলোতে খুবই অল্প মাত্রায় অতি বেগুনী রশ্মি (UV Ray) উপস্থিত কিন্তু CFL বাল্বে ক্ষতিকর রশ্মির মাত্রা অনেক বেশি। তাছাড়া সি এফ এল (এনার্জি সেভিং) বাল্ব ভেঙ্গে গেলে বা ভাঙ্গা হলে (নষ্ট হয়ে যাওয়ার পর) সেখান থেকে ক্ষতিকর পারদ বাষ্প নির্গত হয় যার মাত্রা ৪০০ ন্যানো গ্রামের চেয়ে অনেক বেশি যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। উপরুক্ত বিষয়সমুহ পর্যালোচনা করে আধুনিক বিজ্ঞানীগন সি এফ এল বাল্ব ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন । আমেরিকা, কানাডা , অস্ট্রেলিয়া সহ উন্নত দেশগুলো ইতিমধ্যে এই বাল্বের ব্যবহার সম্পূর্ণ রুপে বর্জন করেছে ।
সাম্প্রতিক গবেষণায় বিজ্ঞানীরা সি এফ বাল্বের (Energy Saving Bulb) বিকল্প হিসেবে এল ই ডি (LED ) বাল্বের ব্যবহারকে উৎসাহিত করেছেন যদি ও প্রাথমিকভাবে এল ই ডি বাল্বের (LED Bulb) দাম কিছুটা বেশি কিন্তু এর পরিচালনা (বিদ্যুৎ খরচ) ব্যয় অনেক কম এবং এটা সি এফ এল (CFL-এনার্জি সেভিং ) বাল্বের চেয়েও বেশি দীর্ঘস্থায়ী ।
বর্তমানে ভাল মানের একটি এল ই ডি বাল্বের দাম ৪০০-৫০০ টাকা যদিও আপনি মোটামুটি মানের একটি এল ই ডি বাল্ব ২৫০-৩০০ টাকায়ও পাবেন কিন্তু তা ভাল নয় , আলো অনেক কম ।
সবকিছুর বিবেচনায় এল ই ডি বাল্বই (LED Bulb) হচ্ছে বর্তমান সি এফ এল বাল্বের সর্বশ্রেষ্ঠ বিকল্প এবং আধুনিক এনার্জি সেভিং বাল্ব । আসুন, আমরা স্বাস্থ্য ঝুকির হাত থেকে রক্ষা পেতে সি এফ এল (প্রচলিত এনার্জি সেভিং) বাল্বের ব্যবহার বর্জন করি এবং নতুন ও নিরাপদ বিকল্প LED Bulb (আধুনিক এনার্জি সেভিং বাল্ব) ব্যবহার করি । আর, এল ই ডি (LED Bulb) বাল্বকে বর্তমান প্রজন্মের গ্রীন বাল্ব (Green Bulb) বলা হয় যেহেতু এটা পরিবেশ দূষণ থেকে রক্ষা করে ।
আরো বিস্তারিত জানতে , এটা ও পড়তে পারেন । Modern Energy Saving Bulb
আশা করি টপিক্সটি আপনাদের অনেক উপকারে আসবে, আর আপনাদের উপকারে আসলেই আমার লেখার সার্থকতা ।