বিবাহের রেজিস্ট্রার করা হয় ! কিন্তু তাদের স্মার্ট কার্ড দেওয়ার হয়না। একটা বিবাহ কার্ড দেওয়া হোক বিবাহিতদের।
আমি মনে করি জাতীয় পরিচয়পত্রের মত
বিবাহ পরিচয়ে স্মার্ট কার্ড দেওয়া হোক।
আমাদের দেশে অনেক বিবাহ হয় কোন রেজিস্ট্রেশন ও হয় না!
অনেকে করে ধর্মীয় রীতি নীতিতে কিন্তু রেজিস্ট্রেশন করে না।
কে যে কার বউ কার জামাই পরিচয় বাসায় ছাড়া বাইরে কেউ জানে না।
জাতীয় পরিচয়পত্র মতো ছোট একটি ইলেকট্রনিক চুম্বক অংশ যুক্ত একটা বিবাহ কার্ড তৈরি করা হোক।
যেখানে স্বামী স্ত্রী পরিচয় দুজন নিবন্ধ করা থাকবে।
যেখানে সেখানে গেলে তার স্ত্রী পরিচয় পত্র দুজন বিবাহিত কার্ড দেখাতে পারে।
অনেক ছেলে মেয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বিবাহ না করে
বিবাহিতা বলে পরিচয় দেয়। ওদিকে তারা বিবাহিত নয়।
পরকিয়া সহ নানা অনৈতিক সম্পর্ক থেকে রেহাই পাবে।
তাই সমাজে অনেক বিবাহ চাইলে বিচ্ছিন্ন করা যেমন কঠিন হবে ,
নকল স্ত্রী সাজিয়ে পরকিয়া থেকে বাঁচতে পারেবে।
এছাড়া অনেক বিবাহিত কাপোল কোথায় গেলে ঝামেলা পোহাতে হয়।
কোন বখাটে বা স্থানীয় গ্যাং এর খপ্পরে পরে অনেক ঝামেলা পোহাতে হয়।
যদি থানা পুলিশ প্রযন্ত যায় তাদের স্মার্ট কার্ড দেখিয়ে
তা অনলাইনে চেক করে দ্রুত মুক্তি পেতে পারে
বিবাহ পরবর্তী স্মার্ট কার্ড তৈরি করার। সরকারের কাছে দাবি জানাচ্ছি!
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৫৯