হিন্দু ধর্মের গোপন তথ্য । হিন্দুগ্রন্থে হযরত মুহাম্মদ
(সাঃ) এর পরিচয় ও হিন্দু
সম্প্রদায়কে ইসলাম গ্রহনের নির্দেশ ।
যে জন্য যুগে যুগে বহু সত্য সন্ধানী শিক্ষিত হিন্দু , ইসলাম
গ্রহন করেন ।
কল্কি অবতারের (শেষ নবীর) নামঃ নরাশংস।
পিতার নামঃ বিষ্ণুযশ ।
মাতার নামঃ সুমতি ।
জন্মস্থলঃ সম্ভল ।
জন্মতারিখঃ মাধব মাসের শুক্ল
পক্ষের দ্বাদশ তারিখ । এবারউপরের পরিচয়টা যে হযরত মুহাম্মদ (সাঃ) এর সেটা
দেখুন । নাম-
সংস্কৃতেঃ নরাসংশ =
অর্থঃ প্রশংসিত (বেদঋগ্ বেদ ১-১৮-৯)
আরবীতেঃ মুহাম্মদ=
অর্থঃ প্রশংসিত । (কুরঅন ৪৮-২৯,
৩৩-৪০) এবং আহমদ শব্দ
বেদঋগ্বেদে ৮-৬-১০ , ও কুরআনে ৬১-৬
। পিতার নামঃ
সংস্কৃতেঃ বিষ্ণুযশ=অর্থঃ প্রভুর
দাশ , (শ্রীমদ্ভাগবত
মহাপুরান ১-৩-২৫)
আরবীতেঃ আবদুল্লাহ= অর্থঃ প্রভুর
দাশ
মাতার
নামঃ সংস্কৃতেঃ সুমতি= অর্থঃ শান্তি (কল্কি পুরান ১-৪),
আরবীতেঃ আমিনা=অর্থঃ শান্তি ।
জন্মস্থানঃ সংস্কৃতেঃ সম্ভল=অর্থ
শান্তির ঘর (শ্রীমদ্ভগবত
মহাপুরান
১২-২-১৮) আরবীতেঃ দারুল আমান=
অর্থঃ শান্তির ঘর । মক্কাকে বালাদুল
আমিন অর্থ
শান্তির শহরও বলা হয় ।
জন্ম তারিখঃ মাধব
মাসের শুক্ল পক্ষের দ্বাদশ তারিখ জন্ম
গ্রহণ করবেন । অর্থাত বৈশাখ মাসের
(শুক্লপক্ষ)
প্রথম অংশে ১২
তারিখে জন্ম
গ্রহণ করবেন ।
কল্কিপুরান ১-২-১৫
বিক্রমী ক্যালেন্ডারে বৈশাখ
মাসকে বসন্ত
কাল বলে । আরবীতেঃ রবি অর্থ=
বসন্ত ,আওয়াল অর্থ= প্রথম অংশ
। একত্রে রবিউল আওয়াল
অর্থঃ বসন্তের
প্রথম অংশ । দ্বাদশ অর্থ ১২ ।
প্রশিদ্ধ
মতানুযায়ী ১২ রবিউল
আওয়ালে হযরত মুহাম্মদ সাঃ জন্ম
গ্রহন করেছেন ।
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤ ¤¤¤ এবার
দেখুন
ইসলাম গ্রহনের জন্য আদেশঃ কল্কি অবতারের
২৩ পৃষ্ঠায় বলা হয়েছে,
"লা ইলাহা হরতি পাপম্
ইলইলাহা পরম
পাদম্ , জন্ম বৈকুন্ঠ অপ
ইনুতি ত জপি নাম মুহাম্মদ" অর্থঃ আল্লাহ
এর আশ্রয় ব্যতিত পাপ মুক্তির
কোন
উপায় নেই ।
আল্লাহর আশ্রয়
প্রকৃত আশ্রয় । স্বর্গ পাওয়া . প্রভুর পরিচয় লাভ
এবং ক্ষমা পেতে হলে মুহাম্মদ
সাঃ কেই
মানতে হবে ।
বৈকুন্ঠে জন্মলাভের আশা করলে তার
আশ্রয় ব্যতিত অন্য কোন উপায় নেই । এজন্য
মুহাম্মদ সাঃ এর
প্রদর্শিত
পথে অনুসন্ধান অপরিহার্য ।
(মোটকথা ইসলামে দিক্ষিত হতে হবে । )
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤ ¤ ¤¤¤ এবার দেখুন হিন্দু
শাস্ত্রে আল্লাহ , মুহাম্মদ , রসূল
শব্দ যোগে শ্লোক ।
"হোতার
মিন্দ্রো হোতার
মিন্দ্রো মহাসুরিন্দ্রবোঃ , অল্লো, জ্যেষ্টং ,
পরমং , পূর্ণং ,
ব্রক্ষণং অল্লাম
।
অল্লো রসূল মুহাম্মদ রকং বরস্য
অল্লো- অল্লাম ।
আদাল্লং বুক
মেকং অল্লা বুকংল্লান
লিখাতকম ।"
অর্থঃ অল্লোপণিষদ দেবতাদের
রাজা আল্লাহ আদি ও সকলের বড় ইন্দ্রের গুরু ।
আল্লাহ পূর্ণ
ব্রহ্ম , মুহাম্মদ আল্লাহর রসূল ।
পরম বরণীয়
আল্লাহই । তাঁর অপেক্ষা শ্রেষ্ঠ আর
কেউ নেই । আল্লাহ অক্ষয় , অব্যয় , স্বয়ম্ভু ।
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤ ¤¤¤
এছাড়া আরো তথ্য
আছে যা সত্য
সন্ধানীদেরকে ইসলাম গ্রহনের জন্য
আহ্বান করে । পরিতাপের
বিষয় হল , হিন্দু
সম্প্রদায়ের
ধর্মগুরুরা এগুলো সতর্কতার
সাথে লুকিয়ে রাখেন । এমন কি পাঠ
করা শ্রবণ করা পর্যন্ত অনেক
ক্ষেত্রে নিষিদ্ধ
করেছেন ।
যদি এগুলো সবার হাতের
নাগালে হত অবিশ্যম্ভাবী ভাবে হিন্দু
জাতি শুধু ইতিহাসে থাকত ।
তথ্য গুলো সংগ্রহ
করেছি শ্রী রমন কুমার রায় ।
পিতাঃ শ্রী পরেশ কুমার রায় । বর্তমান
নাম
মাহফুজূর রহমান এর বই থেকে যিনি ইতিপূর্বে এক
ঠাকুরের ছেলে হয়েও ঠাকুরের
পদ
পদতলে পিষ্ট করে কঠিন
ঈমানী পরিক্ষায় উত্তীর্ণ
হয়ে এখন একজন গর্বিত মুসলিম ।
নিশ্চয়
আল্লাহর কাছে একমাত্র মনোনীত
দ্বীন হচ্ছে ইসলাম ।
(সূরা বাকারা)
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:২৩