কালো বিড়ালের এমন একটি প্রাণী, তার জীবনে সুধু রহস্য আর রহস্য, সেটি খেয়াল না করলে নিজেদের বিপদ ।
আসুন আমরা কালো বিড়ালের রহস্য টা জেনে নেয়.................. আমরা তাকে যা নামে চিনি কাল বিড়াল, মেকাও , মুছ বিড়াল, টলা ইত্যাদি বলে থাকি। এই প্রাণী বেশির ভাগ গ্রামে বসবাস করে, এই প্রাণী শহরে ও দেখা জায়, এই প্রাণীর রহস্য টা বলতে জেনে নিন, ; যখন প্রাণী টি আমাদের বাসায় আসতো তখন থেকে আমি তার জীবন রহস্যটা দেখতে পাই , সে যদি আমাদের বাসায় আসত আমি ঘরে বসেই ঠের পেয়ে যেতাম......... আবাক লাগছে আপনাদের? তার রহস্য টা জানলে আবাক লাগবে না ........ সে যখন আমাদের বাসায় ঢুকত তখনি আখনি/ পোলাও এর গন্ধ বের হত.... তখন আমি আবাক হয়ে বলতাম আমাদের বাসায় কী বাবুর্চি এসে রান্না করছে? বাসা থেকে বের হয়ে দেখতাম বাসায় ...কোন বাবুর্চি নেই......... আমি তার পর ভয় পেয়ে গেলাম.... তখন আমার নাকে আখনি/ পোলাও এর গন্ধ বের হচ্ছে টিক মাথার উপর থেকে.... তখন আমি ভয়ে ভয়ে উপরের দিকে তাকালাম দেখছি আমার মাথার উপরের গাছটা লড়ছে তখন আমি আরও ভয় পেয়ে গেলাম... তখনি আমার চোখে রহস্যময় এই কালো বিড়াল এসে হাজির হল তার শরীরীরের আখনি/ পোলাও এর গন্ধ নিয়ে.... তার পর আমি দৌড়ে পালিয়ে গেলাম...পরের দিন সেই গন্ধ নাকে আসলো তখনি আমি বুঝলাম এটা সেই কালো বিড়াল তখনি গিয়ে লুকিয়ে লুকিয়ে দেখলাম সে আমার কবুতরের মাথা কামড়ে রক্ত খাচ্ছে কিন্তু শরীর খাচ্ছে না..... এর মানেটা কি?
একটা কুকুর যদি সেই কবুতর কে পেত তাহলে কবুতরের কোন অস্তিত্ব না রেখে খেয়ে ফেলত.......... আর কালো বিড়াল শুধু রক্ত পান করলো......... এর মানেটা কি ?
আপনারা যদি এই প্রাণীটাকে ভালো করে খেয়াল করেন তাহলে টিক আমার কথা... সঠিক হবে........ আপনারা ঠিক আমার মত কালো বিড়ালের জীবন রহস্য দেখতে পাবেন।