হিন্দুরা যখন মাটির তৈরি প্রতিমাকে সামনে রেখে পূজা করতো তখন এটা নিয়ে অনেককে বলতে শুনতাম মাটির মূর্তির পূজা করার কি দরকার। তখন হিন্দুরা জবাব দিতো যে, আমরা মাটির প্রতিমাতে দেবজ্ঞানে পূজা করি, যাতে ভক্তি বৃদ্ধি পায়! এই যুক্তিতে মনে হতো না তারা খুব সন্তুষ্ট হতো।
কাবা ঘর অবস্থিত সৌদির মক্কায়। ইতোপূর্বে সেই কাবার কোন ক্ষয়ক্ষতি না করেও শুধু এর ছবিকে অশোভনীয়ভাবে এডিট করে ফেসবুকে প্রচার করায় তুলকালাম বাঁধিয়ে দেওয়া হয়েছে দেশে।! তাহলে অরিজিনাল কাবার ক্ষয়ক্ষতি না করেও শুধু এর একটা ছবি বা ভিজ্যুয়াল গ্রাফিক্সে এডিট করে তার ভিত্তিতে অনুভূতিতে আঘাত হানা সম্ভব এটা বুঝা যাচ্ছে!
তাহলে সেটাই যদি হয় তবে হিন্দুরা প্রতিমা পূজা করলে সেটা নিয়ে প্রশ্ন করার কি কোন সুযোগ আছে? নিজেরাই যেখানে কাবার ছবিকে বা কম্পিউটারে তৈরি করা গ্রাফিক্সকে আসল কাবার মতো সম্মান করছে!
শুধু এটাই না, যদি কোন জিনিসের প্রতিলিপি বা প্রতিচিত্রকে দিয়ে মূল জিনিসকে সম্মান বা অসম্মান করা নাই যেতো তবে কোন পত্রিকার কোন কার্টুনে কি ছাপিয়েছে না ছাপিয়েছে সেটা নিয়ে ক্ষিপ্ত হওয়া লাগতো না। এছাড়া কুশপুত্তলিকা দাহ, কোন জিনিসের অবয়ব তৈরি করে জুতা মারা এসবের চল পৃথিবীর সব দেশের সব ধর্মের লোকেরাই কম বেশী করে। বাংলাদেশি মোল্লারাও বছর খানেক আগে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর ছবি এবং কুশপুত্তলিকা জ্বালিয়ে প্রতিবাদ করেছিলো।
কাজেই যারা প্রতিমা পূজাকে নিয়ে প্রশ্ন তুলে তাদের নিজেদের কাবার এডিটেড ছবি নিয়ে কিংবা কার্টুন নিয়ে উত্তেজনা দেখানোর কিছু নাই, যেহেতু তারা এ ধারণা পোষণ করে যে আসল জিনিসের প্রতিরূপ দিয়ে ভক্তির ধারণা অমূলক!
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪৬