সবজান্তা শামসের কথাটার সাথে তো সবাই পরিচিত ! কোন মানুষের পক্ষেই সবকিছু জানা সম্ভব না, আমরা সবদিকে জ্ঞান রাখতে পারি না। জ্ঞানের গভীরতার তুলনায় আমাদের আহরিত জ্ঞান অনেক কম। এজন্য আমরা বিশেষজ্ঞ হতে পারি সর্বোচ্চ, অর্থাৎ কোন একটা বিশেষভাবে জ্ঞান লাভ করতে পারি। এটার পরেও এখন এই বিশেষজ্ঞ হওয়ার জায়গাগুলো দিনদিন আরো ক্ষুদ্র হচ্ছে। একসময় এক ডাক্তারই পুরো দেহের বিশেষজ্ঞ ছিল, এখন কেউ গলা, কেউ কিডনি, কেউ চোখ, কেউ হার্ট ইত্যাদি। সেটারও আবার বিশেষায়ন হবে, যেমন কেউ হয়তো ডান চোখ বিশেষজ্ঞ আর কেউ বাম চোখ বিশেষজ্ঞ।
বিশেষায়নের এই যখন অবস্থা এর বাইরে যখন সমাজে কেউ যখন সব জানে দাবি করে তখন তাকে কটাক্ষ করে "সব জান্তা শমসের" বলা হয়।
এই সব জান্তাকে ইংরেজিতে বলে al knowing আর আরবিতে আল্লামা। একজন মানুষ কখনোই সবকিছু জানতে পারে না। সব জান্তা একমাত্র আল্লাহ। কুরআনেও আল্লাহ বারবার সে কথা বলেছেন।
আরবি ইলম (علم) শব্দের অর্থ জ্ঞান। এখান থেকে এসেছে আলিম (عالم)বা জ্ঞানী। আলিম শব্দের মুবালাগা বা সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে আল্লামা(علامة); যার অর্থ অত্যন্ত জ্ঞানী বা মহাজ্ঞানী।
এরপরেও মোল্লারা আল্লাহর এই "আল্লামা" টাইটেল হাইজ্যাক করে নিজেদেরকে আল্লামা দাবি করছে ! এরা আল্লাহর সমকক্ষ হতে চায়। মানুষকে এরকম হাইজ্যাক করা ডিগ্রি দেখিয়ে নিজেদের দলে এনে বিভ্রান্ত করছে।
আল্লাহ সুপষ্টভাবে কোরআনে নিজেকে অমুক তমুক খেতাব দিতে মানা করছে কিন্তু মোল্লারা এসব মানে না,
...অতএব তোমরা আত্নপ্রশংসা করো না। তিনি ভাল জানেন কে সংযমী। [সুরা নাজম - ৫৩:৩২]
আপনি তাদের দেখেন না যারা নিজেরা নিজেদের পবিত্রতা (মাহাত্ম্য) ঘোষণা করে। অথচ আল্লাহ যাকে খুশি পবিত্র করেন। আল্লাহ কারো প্রতি সামান্যও অবিচার করেন না। [সুরা নিসা - ৪:৪৯]
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০২২ রাত ১০:৪১