اِنَّ شَرَّ الدَّوَآبِّ عِنۡدَ اللّٰهِ الصُّمُّ الۡبُكۡمُ الَّذِيۡنَ لَا يَعۡقِلُوۡنَ
আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হচ্ছে সেই সব বধির ও বোবা লোক,যারা বিবেক-বুদ্ধি কাজে লাগায় না।
সুরা আনফাল--২২
অর্থাৎ যারা সত্য কথা শোনেও না। সত্য কথা বলেও না। যাদের কান ও মুখ সত্যের ব্যাপারে বধির ও বোবা।
যেমন কেউ যদি আপনাকে বলে অমুক ব্যক্তি এত বড়ো আল্লাহর অলী ছিলো যে প্রতিদিন তিনটা করে রোজা রাখতো।আপনি চিন্তা না করে,বিবেক কে কাজে না লাগিয়েই সমর্থন করে দিলেন,বলে ফেললেন সুবাহানাল্লাহ আল্লাহু আকবার কত্তো বড়ো আল্লাহর অলী ছিলো বেচারা।
বরং বিবেক-বুদ্ধি দিয়ে চিন্তা করে বক্তাকে ধমক দেওয়া উচিৎ ছিলো যে এই মিঞা গাঁজাখুরি কথা বাদ দাও,এক দিনে তিন রোজা থাকলেতো তার রোজাই হয় নাই।
জীবন চলার প্রতিটা মুহূর্তে আল্লাহ আমাদের বিবেক কে প্রোপার ইউজ করার তৌফিক দিক.....
আমিন
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬