বরাবর দেখে আসছি নিষিদ্ধ বিষয়গুলাতে আমাদের চুলকানি এত বেশি যে,অনেকে আমরা নিষিদ্ধ ব্যাপারটাকে স্মার্টনেস মনে করি ।
বিশেষ করে তথাকথিত প্রগতিশীল দের মধ্যে ব্যাপারটা বেশি পরিলক্ষিত।
এই ধরুন পোষাকের কথা....
যেখানে আল্লাহ তায়ালা পুরুষদের জন্য টাকনুর উপরে পোষাক পরাকে ফরজ করেছেন,
সেখানে টাকনুর নিছে পোষাক পরাকে স্মার্টনেস মনে করেন তথাকথিত প্রগতিশীলরা ।
পক্ষান্তরে,
যেখানে আল্লাহ তায়ালা মহিলাদের জন্য চোখ,হাতের তলা,পায়ের তলা ছাড়া বাকি অংশগুলাকে আবৃত করতে নির্দেশ করেছেন,
সেখানেই আমাদের আমাদের সেইসব বোনেরা (যারা নারীর স্বাধীনতা অর্জনের নামে নিজের মান-ইজ্জত,আবরুর বিলিয়ে দিচ্ছেন অকাতরে)
টাকনুর উপরে পোষাক পরছেন অকাতরে (বাস্তবে এর ফজিলত কি তা আমার বোধগম্য নয়,তারা এটাকে স্মার্টনেস মনে করেন বটে)
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৭