''আমি আর তুমি- 'অন্ধকার পূজারী'।
- এমদাদ দাদা
কে ?
আরে ! জীবনানন্দ !!
অন্ধকার হাতড়ে হাতড়ে কোথায় যাচ্ছ ?
বুকের বাম দিকে হাত রেখে তিনি বললেন-
'' জোছনা কে ফাঁসি দিতে ''
মৃদু স্বরে আমাকে জিজ্ঞেস করলেন-
'' তুমি অন্ধকারে কি করছ?''
বললাম- এইতো কিছু না, আমি আছি বলেইতো এখানে অন্ধকার ।
তারপর, আমার কাঁধে হাত রেখে তিনি বললেন -
''ঐ যে, একটি আলোর রেখা-দুরে...
চলো ওখানটাই বনলতার একগোছা চুল রেখে আসি।''
মৃদু হেসে পা ফেলছেন আর বলছেন-
''আমি আর তুমি- 'অন্ধকার পূজারী'’।