নবম বরিশাল আর্ন্তজাতিক বানিজ্য মেলা শুরু হলো বেশ কিছু দিন আগে। চেম্বার অফ কমার্সের আয়োজনে এই মেলা। কিন্তু আসলে কি তাই? মেলাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে তা সবার কাছে দৃষ্টিকটু লেগেছে।
প্রতি বারই মেলার আয়োজনে থাকে স্থানীয় চেম্বারের ব্যবসায়ীবৃন্দ। এবারও তার ব্যতিক্রম ছিলনা। কিন্তু আয়োজনের পর নিয়ন্ত্রন নিয়ে ঝামেলা শুরু হয়। স্থানীয় জেলা ও মহানগর আওয়ামীলীগ নেতারা মেলার নিয়ন্ত্রন নিয়ে নেয়। চেম্বার নেতৃবিন্দকে হুমকি ধামকি দেয়া হয়। সবচেয়ে দৃষ্টিকটু লেগেছে এই জন্য যে, উদ্বোধক করা হয়েছে এবারের সংসদ নির্বাচনে পরাজিত আওয়ামীলীগ প্রার্থী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীমকে। যেখানে বিশেষ অতিথী করা হয়ে বিভাগীয় কমিশনারকে, এবং শুধু মাত্র অতিথী করা হয়েছে জেলাপ্রশাসক কে। মুখ রক্ষার্থে আমন্ত্রন জানানো হয়েছে পুলিশ কমিশনারকে। কিন্তু এই অনুষ্ঠানে শামীম ছাড়া কেউই উপস্থিত ছিলেন না। সবার মুখে একটাই প্রশ্ন “হু ইজ শামীম?”।
সবচেয়ে মজার ব্যাপার হলো, চেম্বার নেতৃবৃন্দ ওই সময় ৩০ গজ দূরে দাড়িয়ে দাড়িয়ে দর্শকের ভূমিকা পালন করছিলেন। তা দেখে কয়েকজন নেতা তাদের জাহিদ ফারুকের সামনে নিয়ে আসেন। বরিশাল বি.এন.পির ঘাটি। স্ধাধীনতার পর থেকে এই আসনে সর্বোচ্চবার বি.এন.পি. জিতে এসেছে। এবারও জিতেছে। কিন্তু এত নগ্ন রাজীনীতিকরণ কথনো হয়নি।
ব্যাপারটা বরিশালবাসীর কাছে একটু দৃষ্টিকটু লেগেছে।
(তথ্য সূত্রঃ বরিশালের আঞ্চলিক দৈনিক মতবাদ, দৈনিক আজকের বার্তা, দৈনিক বাংলারবনে, দৈনিক দক্ষিনাঞ্চল)