অনেক দুঃখ ভারাক্রান্ত মনে বলতে বাধ্য হচ্ছি, এই সাইটে কিছু সদস্য আছে যারা নতুনদেরকে একদম সহ্য করতে পারেন না। তাছাড়া, যে কাজ তিনি যানেন তা অন্য কেউ জানলে , সেই নবাগতকে একদম সহ্য করতে পারেন না।
নাকি আমি বিশেষ কোন অঞ্চলের বলে? আমি দেখেছি আমি যে অঞ্চলে থাকি সেখানকার কাউকে অনেকে মোটেও সহ্য করতে পারেনা। এই ব্লগে যদি কোন ব্লগ লেখার পর তার কোন কঠোর সমালোচনায় পরতে হয় (ঠিক সমালোচনা নয়, কঠিন ব্যক্তিগত আক্রোশ) তার থেকে আর দুঃখের কি থাকতে পারে?
আসলে কিছু সদস্য আছেন, যাদের সুখে থাকলে ভূতে কিলায়।
আমি মাস খানেক ধরে ডেটা কালেনশন করে একটা ওয়েব ডায়রেক্টরী তৈরি করেছি। ২ পেজ হোক আর ৪ পেজ হোক, একটা ওয়েব সাইট তৈরিতে কি মজা (!!) তা যিনি করেন তিনি টের পান। ওয়েব ডায়রেক্টরীর পরিচিতি করানোর জন্য যখন এখানে ব্লগ লিখলাম তখন কিছু সদস্য এমন আপত্তিজনক মন্তব্য করলেন, তা দেখে দুঃখ ছাড়া আর কোন শব্দ বুকের মাঝে আসেনা।
আরে ভাই, আমি যদি কালকে সন্ধ্যায় আপনার বুকে চাকু ঠেকিয়ে বলি "যা আছে তা দেন"। তাকি আপনার ভালো লাগবে? আপনি আমাকে ভাল বলবেন??
জানি কোনওদিনও বলবেন না।
একজন সদস্য আমার ব্লগ দেখে মন্তব্য করলেন ফ্রী সাইটে করা। কি ফালতু মন্তব্য!
তিনি আমাকে বলতে পারতেন"আপনি আস্তে আস্তে বা দ্রুত টপ লেভেল ডোমেইন নিয়ে নিন বা আপনার সাইট ভাল হয়নি।
এখানে ক্লিক করে ভিসিট করুন >> www.jotilsite.co.cc
যাহোক, আপনাকে বলছি, এতদূর যখন পড়েছেন তখন আপনি ওয়েব ডায়রেক্টরিটা ভিসিট করে দেখুন। স্পষ্ট করে বলুন... ভাল হলে বলুন মোটামুটি, খারাপ হলে বলুন - ব্যাটা তোর সাইট ফালতু হইছে তুই ভাগ! কিছু একটাতো বলুন! প্লিজ ইনডাইরেক্ট কিছু বলবেন না।