কিছুদিন যাবত চোখে ঝাপসা দেখি.. চশমার পাওয়ার পরিবর্তন করতে করতে ক্লান্ত হয়ে গেছি। ক্লাসে ছাত্র-ছাত্রীদের পড়াতে হগয়ে জটিল এক সমস্যায় আক্রান্ত। অবশেষে স্থানীয় একজন চক্ষু ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার চোখে ছানি পড়ার কথা বললেই- আমার শুরু হলো চিন্তা.. কি করি .... কিভাবে অপারেশন হবে্ ইত্যাদি নানা চিন্তায় যখন অস্থির তখন সেই একজন স্থানীয় চক্ষু (বিশেষজ্ঞ?) আমাকে পথ দেখােলেন:- বললেন আপসি ইচ্ছা করলে আমাদের এখানে নাম লেখাতে পারেন। এবং অপারেশন হবে মাস খানেক পরে। সিক্স মিলিমিটার কেটে লেন্স লাগানো হবে। অপারেশন ফ্রি। তবে এখানে যেগেতু ফেকু অপারেশন নাই .. তাই ###--- আপনাকে অমুক লেন্স দিব তমুক লেন্স দিব ইত্যাদি বলে পঁচিশ হাজার টাকা দাম ফুরাল.. ঢাকায় রহিমা আই হাসপাতালে ফেকু অপারেশন করাবে বলে স্থির করে ফেলল। আমি তার কথায় নিশ্টিত হতে পারলাম না। ###-- অবশেষে নেটে সার্চ করে বুঝলাম এটা ১২০০/= টাকার লেন্স। ১২০০/= টাকার লেন্তাস লাগিয়ে দিলেও আমার করার বা বুঝার মত কোন জাঞানই হয়নি। তার মানে অপারেশন খরচ ২৪,০০০/= টাকা্ তিনি আমার কাছ থেকে নিতে চাচ্ছেন। ### ### আরাে তথ্য অনুসন্ধান করে জানতে পারলাম- প্রাইভেট হাসপাতাল গুলোতে এ নিয়ে নানা রকম জটিলতা আছে। এমতাবস্থায় আমি আরো সার্চ করে Click This Link খরচ অসেক কম বলে জানতে পারি। তাই অনেক প্রস্তুতি নিয়ে যখন গেলাম। চক্ষু বিভাগ সম্ভবত তিন তলায় বারডেমের্কই একজন আমাকে তিন তলায় ডা:পুরবী রানী দেবনাখ এর সাথে সাক্ষাত করতে বললে ৬০০/= (ছয় শত) টাকা ভিজিটে চোখ দেখালাম। তিনি আমার বাম চোখে লেন্স লাগানোর সিদ্ধান্ত নিয়ে আরবিএস ও ইসিজি করালেন। সব নরমাল আছে বলে আমি আজই অপারেশন করাতে পারি বলে জানালেন। ######অবশেষে খরচ জিজ্ঞাসা করলে তিনি বললেন- “বত্রিশ হাজার টাকা। সেইসাথে তিনি আরো বললেন আমি চাইলে আজই সেটা করে নিতে পারি। আমি বিনয়ের সাথে খরচ কমানোর কথা বললে তিনি বরলেন-- আমেরিকান লেন্স লাগিয়ে দিলে এ রকমই খরচ পড়বে। আমি আবারো খরচ কমানোর কথা বললে তিনি বললেন -”না না খরচ কমাতে হলে ওটা ইন্ডিয়ান লেন্স লাগাতে হবে- তবে সেটা যদি পড়ে যায়? (পড়ে যায় মানে-খুলে যায়) ###আমি তার কথায় বিরক্ত হয়ে মন বলছিলো ঐ ডাক্তার নামক কসাই মহিলাকে তৎক্ষনাৎ একটা থাপ্পর মেরে চলে আসি... । নিজেকে সামলে নিয়ে বললাম-- আমি প্রস্তুতি নিয়ে তারপর আসার চিন্তা করি। তিনি আমাকে বেললেন তাহলে আপনি ১৬ তারিখে আসেন। প্রেসক্রিপশানে সেটা লিখেও দিলেন।
লেন্স নিয়ে নৈরাজ্য কি কমেছে? আমার অভিজ্ঞতায়.. ১


রাজনীতি
[ বিশেষ সংযোগ –দেশকে যারা ভালোবাসেন তারা সবাই-ই দেশীয় রাজনীতির বর্তমান খাই খাই অবস্থা নিয়ে শংঙ্কিত – চিন্তিত এবং উৎকন্ঠিত। দেশের রাজনীতির চেহারা খোলার এই আগুন লাগা... ...বাকিটুকু পড়ুন
KFC, Coca-Cola, আর Bata Shoe কোম্পানিগুলো "ইসরায়েলি পণ্য" নয়।
গাজায় গণহত্যা: পাঁচ জেলায় বাটা-কেএফসিতে হামলা-ভাঙচুর
KFC, Coca-Cola, আর Bata Shoe কোম্পানিগুলো "ইসরায়েলি পণ্য" নয়। নিচে প্রতিটি ব্র্যান্ড আলাদাভাবে ব্যাখ্যা করছি:
KFC (Kentucky Fried Chicken)
উৎপত্তি: যুক্তরাষ্ট্র।
মালিকানা: Yum! Brands Inc. (মার্কিন... ...বাকিটুকু পড়ুন
জোর যার মুল্লুক তার !
ব্রাক বিশ্ববিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক আসিফ মাহতাবের কথা সবার নিশ্চয়ই মনে আছে ? বিগত সরকারের সময়ে প্রণীত নতুন ক্যারিকুলামের বিরুদ্ধে পাবলিকলি প্রতিবাদ করে যাকে চাকুরি হারাতে হয়েছিলো। মাহতাব... ...বাকিটুকু পড়ুন
ওহাবীদেরকে কোরআন-হাদিস দিয়ে ওয়াজ করতে কে বলেছে?
সূরাঃ ১৬ নাহল, ১২৫ নং আয়াতের অনুবাদ-
১২৫।ডাক তোমার রবের পথে, হিকমাত ও উত্তম ওয়াজের মাধ্যমে। আর তাদের সাথে তর্ক কর উত্তম পন্থায়। নিশ্চয়ই তোমার রব খুব জানেন... ...বাকিটুকু পড়ুন
একজন মানুষের মূল্য কত?
একজন মানুষের মূল্য কত?
প্রশ্নটি ব্যঙ্গার্থে হলেও, বৈজ্ঞানিকের চোখে এ প্রশ্নটির একটি সুনির্দিষ্ট অর্থ আছে- সেই প্রসঙ্গে না যাই।
মাথাপিছু আয় বাড়ে, দ্রব্যমূল্য বাড়ে, মূদ্রাস্ফীতি বাড়ে। কিন্তু এই... ...বাকিটুকু পড়ুন