আমি নিজেকে খুব লাকি বলে মনে করি, যে আমি ভারত এ জন্মেছি। আমার এই ২৪ বছরের ছোটো জীবনে আমি কোনোদিনো এত অপমানিত হইনি। আমি খুব ভাল মনে এই ব্লগ এ এসেছিলাম। আমি প্রথম এ বুজতে পারিনি যে এটা বাংলাদেশি ব্লগ। আপনাদের কথা বলার ধরন দেখে আমার সন্দেহ হয়। তারপর নিশ্চিত হই যে এটা বাংলাদেশি সাইট।
আমি সমকামী এটা আমার পরিচয় নয়। আমার পরিচয় আমি একজন মানুষ এবং সরবপরি আমি একজন বাঙ্গালি। সেই দাবিতে আমি বাংলাব্লগ এ এসেছিলাম। কিন্তু দুঃভাগ্য, আপনাদের কাছে আমি বাঙ্গালি বলে তো দূরের কথা, মানুষ বলেই পরিচিতি পেলাম না।
আমি সমকামী একথা আমি সাধারনত কাউকে বলিনা। কারন বলার প্রয়োজন হয় না। তাই এই ব্লগ এও প্রথমে বলিনি। কিন্তু বেসিদিন গোপন রাখতে পারলাম না। একদিন ইরান এ সমকামী দের দুরদশা দেখে মনটা ছটফট করে উঠল। ব্লগ যেহেতু উন্মুক্ত একটা জাইগা যেখানে ধরম, জাত, দেশ এর সংকীন মানষিকতা স্থান পায় না, সেইহেতু আমি আওয়াজ তুলি। কিন্তু হায়! ‘এটা বাংলাদেশি মুসলিম সাইট’ এই বলে আমাকে কিছু মানুষ মুখ বন্ধ করাতে চাইলেন। আমি অবাক হয়ে গালাম, যে আমার সমরথক হাতে গনা ১ কি ২ জন হবে। তারাও নিরপেক্ষ মতামত দিতে ভই পায়।
এর থেকেই বোঝা য়ায় যে আপনারা দেশ ও ধম কে কতটা সংকিন ভাবে ব্যবহার করছেন।
আমি এই ব্লগ এর প্রত্যেকটা লেখা মন দিয়ে পরি। আর প্রায় ৮০% লেখাই বাংলাদেশ কে কি ভাবে আর সফল দুরনিতিমুক্ত দেশে পরিনত করা জায় সেই বিষয়ে লেখা। আমার খুব ভাল লাগে তা দেখে। আর মনে মনে ভাবি কি পবিত্র ইছা আপনাদের। কিন্তু পরমুহুরতে ভাবি, বাংলাদেসের খুব কম লোক ইন্টারনেট ইউজ করে আর তাদের মধেও সিমিত কিছু শিক্ষিত মানুশ ব্লগ লেখে। তাই হইত আমি বাস্তব অবস্থা টিকে বুজতে পারছি না।
আমি একটি ব্লগ এ জিজ্ঞস করেছিলাম "জামাত" মানে কি? আপনাদের কমেন্ট থেকে বুজলাম 'জামাতি একটা রাজনইতিক দল, জারা উরদু ভাসা ও ইসলাম সাশন ব্যবস্থা কে আপনাদের উপর চাপিয়ে দিতে চায়, এবং তারা ৭১এ পাকিস্থান থেকে স্বাধিনতা পেয়ে বাংলাদেশ তৈরি কে সমরথন করেনি।
তাই আপনাদের মনে ভয়ঙ্কর ক্ষোভ আছে তাদের প্রতি। আমি আপনাদের এই মানশিকতা কে সমরথন করি।
কিন্তু, বাস্তবে এমন টা কিন্তু নয়। আপনারা "জামাত ও জামাতি" দের নিয়ে ব্লগ লিখে নিজেকে দেশপ্রেমি বলে প্রমান করতে চান। "জামাত ও জামাতি" কথা টির কে একটি দেশপ্রেমি প্রমান করার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চান। আপনারা নিজেরাই এদের থেকে মুক্তি চান না। আপনারা একই সাথে "জামাত ও জামাতি" দের দুইয়ে দুধ ও খেতে চান আবার তাদের লাথিঝাটা দেখাতেও ছারেন না।
এই রকম দু নউকায় পা দিয়ে কি দেশ গঠন করা জায়??
আপনারা নিজেরাই গনতন্ত্র চান না, ইসলাম শাসনবাবস্থা চান। এরই বহিপ্রকাশ হছে নতুন কে গ্রহন করতে পারার অক্ষমতা ।
তাই হয়ত আপনারা আমারসাথে এই সব অশালিন আচরন করছেন। কিন্তু, আমার জতদুর জানা "ইসলাম" কিন্তু মানুশ কে গালাগাল দিতে সেখায় না... মানুশকে ভালবাসতে সেখায়।। ধন্যবাদ।
( এই ব্লগ টি লেখার ইছা আমার ছিল না। আসলে পৃথিবীর সবচেয়ে বড় গনতন্ত্রীক দেশে বাস করি তো, তাই "রুড" মহাসয় এর বাক্যবাণে চুপ থাক্তে পারলাম না )
আলোচিত ব্লগ
হাদির হত্যাচেষ্টা: কার রাজনৈতিক ফায়দা সবচেয়ে বেশি?

হাদির হত্যাচেষ্টা আমাদের সাম্প্রতিক রাজনীতিতে একটি অশনি সংকেত। জুলাই ২০২৪ আন্দোলন-পরবর্তী সময়ে বাংলাদেশের দ্বিধাবিভক্ত সমাজে যখন নানামুখী চক্রান্ত এবং রাজনৈতিক ও সাংস্কৃতিক অন্তর্কলহে শিক্ষা, স্বাস্থ্য ও আয়-উন্নতির গুরুত্বপূর্ন প্রশ্নগুলো... ...বাকিটুকু পড়ুন
Testimony of Sixty- By Edward Kennedy বাংলাদেশের রক্তাক্ত সত্যের এক আন্তর্জাতিক স্বীকারোক্তি

১৯৭১ বাংলাদেশের ইতিহাসে এক গভীর বৈপরীত্যের বছর। এটি যেমন ছিল অন্ধকার ও রক্তাক্ত, তেমনি ছিল সত্যের প্রতি অবিচল এক সময়কাল। এই বছরের গণহত্যা, শরণার্থী স্রোত ও মানবিক বিপর্যয়ের বিবরণ... ...বাকিটুকু পড়ুন
আমি আর এমন কে

যখন আমি থাকব না কী হবে আর?
থামবে মুহূর্তকাল কিছু দুনিয়ার?
আলো-বাতাস থাকবে এখন যেমন
তুষ্ট করছে গৌরবে সকলের মন।
নদী বয়ে যাবে চিরদিনের মতন,
জোয়ার-ভাটা চলবে সময় যখন।
দিনে সূর্য, আর রাতের আকাশে চাঁদ-
জোছনা ভোলাবে... ...বাকিটুকু পড়ুন
২০২৪ সালের জুলাই মাস থেকে যেই হত্যাকান্ড শুরু হয়েছে, ইহা কয়েক বছর চলবে।

সামুর সামনের পাতায় এখন মহামতি ব্লগার শ্রাবনধারার ১ খানা পোষ্ট ঝুলছে; উহাতে তিনি "জুলাই বেপ্লবের" ১ জল্লাদ বেপ্লবীকে কে বা কাহারা গুলি করতে পারে, সেটার উপর উনার অনুসন্ধানী... ...বাকিটুকু পড়ুন
রাজাকার হিসাবেই গর্ববোধ করবেন মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান !

একজন রাজাকার চিরকাল রাজাকার কিন্তু একবার মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা নয় - হুমায়ুন আজাদের ভবিষ্যৎ বাণী সত্যি হতে চলেছে। বিএনপি থেকে ৫ বার বহিস্কৃত নেতা মেজর আখতারুজ্জামান। আপাদমস্তক টাউট বাটপার একজন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।