আমি নিজেকে খুব লাকি বলে মনে করি, যে আমি ভারত এ জন্মেছি। আমার এই ২৪ বছরের ছোটো জীবনে আমি কোনোদিনো এত অপমানিত হইনি। আমি খুব ভাল মনে এই ব্লগ এ এসেছিলাম। আমি প্রথম এ বুজতে পারিনি যে এটা বাংলাদেশি ব্লগ। আপনাদের কথা বলার ধরন দেখে আমার সন্দেহ হয়। তারপর নিশ্চিত হই যে এটা বাংলাদেশি সাইট।
আমি সমকামী এটা আমার পরিচয় নয়। আমার পরিচয় আমি একজন মানুষ এবং সরবপরি আমি একজন বাঙ্গালি। সেই দাবিতে আমি বাংলাব্লগ এ এসেছিলাম। কিন্তু দুঃভাগ্য, আপনাদের কাছে আমি বাঙ্গালি বলে তো দূরের কথা, মানুষ বলেই পরিচিতি পেলাম না।
আমি সমকামী একথা আমি সাধারনত কাউকে বলিনা। কারন বলার প্রয়োজন হয় না। তাই এই ব্লগ এও প্রথমে বলিনি। কিন্তু বেসিদিন গোপন রাখতে পারলাম না। একদিন ইরান এ সমকামী দের দুরদশা দেখে মনটা ছটফট করে উঠল। ব্লগ যেহেতু উন্মুক্ত একটা জাইগা যেখানে ধরম, জাত, দেশ এর সংকীন মানষিকতা স্থান পায় না, সেইহেতু আমি আওয়াজ তুলি। কিন্তু হায়! ‘এটা বাংলাদেশি মুসলিম সাইট’ এই বলে আমাকে কিছু মানুষ মুখ বন্ধ করাতে চাইলেন। আমি অবাক হয়ে গালাম, যে আমার সমরথক হাতে গনা ১ কি ২ জন হবে। তারাও নিরপেক্ষ মতামত দিতে ভই পায়।
এর থেকেই বোঝা য়ায় যে আপনারা দেশ ও ধম কে কতটা সংকিন ভাবে ব্যবহার করছেন।
আমি এই ব্লগ এর প্রত্যেকটা লেখা মন দিয়ে পরি। আর প্রায় ৮০% লেখাই বাংলাদেশ কে কি ভাবে আর সফল দুরনিতিমুক্ত দেশে পরিনত করা জায় সেই বিষয়ে লেখা। আমার খুব ভাল লাগে তা দেখে। আর মনে মনে ভাবি কি পবিত্র ইছা আপনাদের। কিন্তু পরমুহুরতে ভাবি, বাংলাদেসের খুব কম লোক ইন্টারনেট ইউজ করে আর তাদের মধেও সিমিত কিছু শিক্ষিত মানুশ ব্লগ লেখে। তাই হইত আমি বাস্তব অবস্থা টিকে বুজতে পারছি না।
আমি একটি ব্লগ এ জিজ্ঞস করেছিলাম "জামাত" মানে কি? আপনাদের কমেন্ট থেকে বুজলাম 'জামাতি একটা রাজনইতিক দল, জারা উরদু ভাসা ও ইসলাম সাশন ব্যবস্থা কে আপনাদের উপর চাপিয়ে দিতে চায়, এবং তারা ৭১এ পাকিস্থান থেকে স্বাধিনতা পেয়ে বাংলাদেশ তৈরি কে সমরথন করেনি।
তাই আপনাদের মনে ভয়ঙ্কর ক্ষোভ আছে তাদের প্রতি। আমি আপনাদের এই মানশিকতা কে সমরথন করি।
কিন্তু, বাস্তবে এমন টা কিন্তু নয়। আপনারা "জামাত ও জামাতি" দের নিয়ে ব্লগ লিখে নিজেকে দেশপ্রেমি বলে প্রমান করতে চান। "জামাত ও জামাতি" কথা টির কে একটি দেশপ্রেমি প্রমান করার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চান। আপনারা নিজেরাই এদের থেকে মুক্তি চান না। আপনারা একই সাথে "জামাত ও জামাতি" দের দুইয়ে দুধ ও খেতে চান আবার তাদের লাথিঝাটা দেখাতেও ছারেন না।
এই রকম দু নউকায় পা দিয়ে কি দেশ গঠন করা জায়??
আপনারা নিজেরাই গনতন্ত্র চান না, ইসলাম শাসনবাবস্থা চান। এরই বহিপ্রকাশ হছে নতুন কে গ্রহন করতে পারার অক্ষমতা ।
তাই হয়ত আপনারা আমারসাথে এই সব অশালিন আচরন করছেন। কিন্তু, আমার জতদুর জানা "ইসলাম" কিন্তু মানুশ কে গালাগাল দিতে সেখায় না... মানুশকে ভালবাসতে সেখায়।। ধন্যবাদ।
( এই ব্লগ টি লেখার ইছা আমার ছিল না। আসলে পৃথিবীর সবচেয়ে বড় গনতন্ত্রীক দেশে বাস করি তো, তাই "রুড" মহাসয় এর বাক্যবাণে চুপ থাক্তে পারলাম না )

আলোচিত ব্লগ
ভারতে ওয়াকফ বিল: মুসলিম সম্পদের উপর হিন্দুত্ববাদী আগ্রাসনের নতুন অধ্যায়
ভারতে ওয়াকফ বিল: মুসলিম সম্পদের উপর হিন্দুত্ববাদী আগ্রাসনের নতুন অধ্যায়
ভারতে মুসলিম সম্প্রদায়ের ওপর দমন-পীড়নের ধারাবাহিক প্রক্রিয়ায় এবার যুক্ত হলো একটি নতুন উপকরণ—ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৫।... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় এলাকায় চালু হয়েছে বৈদ্যুতিক শাটল গাড়ি। গ্রিন ফিউচার ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য আজ সোমবার চালু হয়েছে চারটি গাড়ি। প্রতিদিন সকাল আটটা... ...বাকিটুকু পড়ুন
ভারতের নেতৃত্ব কী কাঁঠালপাতা খাচ্ছে?
ভারতের এই কাঁঠালপাতা খেকো নেতৃত্ব তাদের দেশের ভিতর মুসলিম নির্যাতন, ওয়াকফ বিল অথবা অন্যকোন অপকর্মের কথা বললেই বলে এটা তাদের অভ্যন্তরীন বিষয় অথচ এরা প্রতিনিয়তই বাংলাদেশের অভ্যান্তরীন বিষয় নিয়ে... ...বাকিটুকু পড়ুন
পাঠ প্রতিক্রিয়া: দেবলোকের যৌনজীবন - অতুল সুর
হিন্দুদের ৩৩ কোটি দেবতা কিন্তু স্বর্গের অপ্সরদের সংখ্যা ৬০ কোটি। ৩৩ কোটি দেবতা ৬০ কোটি অপ্সরাদের সাথে কি করতেন, সেটাই এই বইতে চমৎকারভাবে ফুটে উঠেছে।
লেখক বইয়ের শুরুতেই গ্রীক... ...বাকিটুকু পড়ুন
ছাত্রদল - শিক্ষাঙ্গনের বর্তমান ত্রাস
স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর কেবল ছাত্রলীগের রাজনীতি নিশিদ্ধ না করে দরকার ছিল শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি নিশিদ্ধ করা। ইন্টারিম সরকারের ভুল সিদ্ধান্তের কুফল ভোগ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়।ক্যম্পাসে ছাত্রলীগের অনুপস্থিতিতে সেই... ...বাকিটুকু পড়ুন