সার্থক জনম আমার জন্মেছি এই দেশে।
আমি সমকামী এটা আমার পরিচয় নয়। আমার পরিচয় আমি একজন মানুষ এবং সরবপরি আমি একজন বাঙ্গালি। সেই দাবিতে আমি বাংলাব্লগ এ এসেছিলাম। কিন্তু দুঃভাগ্য, আপনাদের কাছে আমি বাঙ্গালি বলে তো দূরের কথা, মানুষ বলেই পরিচিতি পেলাম না।
আমি সমকামী একথা আমি সাধারনত কাউকে বলিনা। কারন বলার প্রয়োজন হয় না। তাই এই ব্লগ এও প্রথমে বলিনি। কিন্তু বেসিদিন গোপন রাখতে পারলাম না। একদিন ইরান এ সমকামী দের দুরদশা দেখে মনটা ছটফট করে উঠল। ব্লগ যেহেতু উন্মুক্ত একটা জাইগা যেখানে ধরম, জাত, দেশ এর সংকীন মানষিকতা স্থান পায় না, সেইহেতু আমি আওয়াজ তুলি। কিন্তু হায়! ‘এটা বাংলাদেশি মুসলিম সাইট’ এই বলে আমাকে কিছু মানুষ মুখ বন্ধ করাতে চাইলেন। আমি অবাক হয়ে গালাম, যে আমার সমরথক হাতে গনা ১ কি ২ জন হবে। তারাও নিরপেক্ষ মতামত দিতে ভই পায়।
এর থেকেই বোঝা য়ায় যে আপনারা দেশ ও ধম কে কতটা সংকিন ভাবে ব্যবহার করছেন।
আমি এই ব্লগ এর প্রত্যেকটা লেখা মন দিয়ে পরি। আর প্রায় ৮০% লেখাই বাংলাদেশ কে কি ভাবে আর সফল দুরনিতিমুক্ত দেশে পরিনত করা জায় সেই বিষয়ে লেখা। আমার খুব ভাল লাগে তা দেখে। আর মনে মনে ভাবি কি পবিত্র ইছা আপনাদের। কিন্তু পরমুহুরতে ভাবি, বাংলাদেসের খুব কম লোক ইন্টারনেট ইউজ করে আর তাদের মধেও সিমিত কিছু শিক্ষিত মানুশ ব্লগ লেখে। তাই হইত আমি বাস্তব অবস্থা টিকে বুজতে পারছি না।
আমি একটি ব্লগ এ জিজ্ঞস করেছিলাম "জামাত" মানে কি? আপনাদের কমেন্ট থেকে বুজলাম 'জামাতি একটা রাজনইতিক দল, জারা উরদু ভাসা ও ইসলাম সাশন ব্যবস্থা কে আপনাদের উপর চাপিয়ে দিতে চায়, এবং তারা ৭১এ পাকিস্থান থেকে স্বাধিনতা পেয়ে বাংলাদেশ তৈরি কে সমরথন করেনি।
তাই আপনাদের মনে ভয়ঙ্কর ক্ষোভ আছে তাদের প্রতি। আমি আপনাদের এই মানশিকতা কে সমরথন করি।
কিন্তু, বাস্তবে এমন টা কিন্তু নয়। আপনারা "জামাত ও জামাতি" দের নিয়ে ব্লগ লিখে নিজেকে দেশপ্রেমি বলে প্রমান করতে চান। "জামাত ও জামাতি" কথা টির কে একটি দেশপ্রেমি প্রমান করার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চান। আপনারা নিজেরাই এদের থেকে মুক্তি চান না। আপনারা একই সাথে "জামাত ও জামাতি" দের দুইয়ে দুধ ও খেতে চান আবার তাদের লাথিঝাটা দেখাতেও ছারেন না।
এই রকম দু নউকায় পা দিয়ে কি দেশ গঠন করা জায়??
আপনারা নিজেরাই গনতন্ত্র চান না, ইসলাম শাসনবাবস্থা চান। এরই বহিপ্রকাশ হছে নতুন কে গ্রহন করতে পারার অক্ষমতা ।
তাই হয়ত আপনারা আমারসাথে এই সব অশালিন আচরন করছেন। কিন্তু, আমার জতদুর জানা "ইসলাম" কিন্তু মানুশ কে গালাগাল দিতে সেখায় না... মানুশকে ভালবাসতে সেখায়।। ধন্যবাদ।
( এই ব্লগ টি লেখার ইছা আমার ছিল না। আসলে পৃথিবীর সবচেয়ে বড় গনতন্ত্রীক দেশে বাস করি তো, তাই "রুড" মহাসয় এর বাক্যবাণে চুপ থাক্তে পারলাম না )


যারা সৌদি আরবের সাথে ঈদ করেছে আল্লাহ তাদেরকে জাহান্নামে দগ্ধ করবেন
সূরাঃ ৪ নিসা, আয়াত নং ১১৫ এর অনুবাদ-
১১৫। কারো নিকট সৎপথ প্রকাশ হওয়ার পর সে যদি রাসুলের বিরুদ্ধাচরণ করে এবং মু’মিনদের পথ ব্যতিত অন্যপথ অনুসরন করে, তবে সে... ...বাকিটুকু পড়ুন
ভারতে মুসলিমরা কি আসলেই নির্যাতিত?
গুজব রটানো কত সহজ দেখেন! ফেসবুক থেকে নেয়া একসাথে সংযুক্ত এই ৩টি ভিডিও দেখলেই পরিষ্কার হয়ে যাবে কীভাবে গুজব রটিয়ে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো হয়। এই ভিডিওতে দেখা যাচ্ছে যা, তা... ...বাকিটুকু পড়ুন
আসলেই কি নির্বাচন হবে?
আপনারা যদি নির্বাচনের পর সংস্কার সত্যি করতে পারবেন তাহলে ৫৩ বছর পারেননি কেনো?
- উপদেষ্টা রিজওয়ানা হাসান
এই যে কয়েকদিনের মধ্যে এই কথাগুলো উঠছে এর মানে হলো আপাতত নির্বাচন হচ্ছে না ভাই।... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার মডেল মসজিদ প্রকল্প: ভণ্ডামির আরেক নমুনা
শেখ হাসিনার মডেল মসজিদ প্রকল্প: ভণ্ডামির আরেক নমুনা
বাংলাদেশে ইসলামের নামে নানা প্রকল্প বাস্তবায়ন হলেও বাস্তবে তার অনেকগুলোই... ...বাকিটুকু পড়ুন
AI-এর লগে গ্যাঁজাইলাম =p~
♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)
(স্ক্রিনসট)
সামহোয়্যার ইন ব্লগ... ...বাকিটুকু পড়ুন