আপনারা সবাই জানেন যে, আমি আমার গত কয়েকটি পোষ্টে মালোয়েশিয়ায় বাংলাদেশি ছাত্রদের কষ্টের কয়েকটি উদাহরণ দিয়েছিলাম। যার ফলোশ্রুতিতে অনেকের কাছ থেকে সহজুগিতার মন্তব্য পেয়েছি। আর কয়েক দালালের কাছ থেকে আক্রমানাত্যক মন্তব্য পেয়েছি আবার কিছু দালাল এমনো বলেছে যে, এই বিষয়ে লেখা বাদ দিতে তার বদলে অদের ব্যাবসার ৩০% পার্টনারশিপ দিবে।
চাই না এই ব্যাবসা, চাই না এই টাকা।
একটাই চাওয়া সকল দালালদেরকে লোক চক্কুর সামনে নিয়ে আসবো। ইনশা-আল্লাহ।
বর্তমানে আদম ব্যাবসায়ীদের প্রধান টার্গেট মালোয়েশিয়া। তার কারণ এখানে খরছ কম হয় লাভ বেশি হয়।
আর মালোয়েশিয়ায় আছে অকর্মা শয়তানের চাচাতো ভাইয়েরা। যারা এখান থেকে বসে কাটি নাড়ায়।
মালোয়েশিয়ায় আসার পরে একটা সমস্যার মুখাপেক্ষি হতে হয় আর তা হচ্ছে কাজ। শুওরের বাচ্ছার এজেন্ট।
আর এজেন্টদের সাহাজ্য করে আমাদের ভাই/ভাতিজারা। এদেরকে আপনজন বলা ঠিক নয়। এরাই সবচেয়ে বড় শয়তান। টাকা না দিলে কাজের সন্ধান দেয় না। কিছু বললে তারা বলে ভাই, এই দেশে কাজ করে কিচ্ছু করা যাবে না, কিছু করতে হলে এই রকম ব্যাবসা করতে হবে। অনেকেরই নাম আমার কাছে আছে। কারো জানার ইচ্ছা থাকলে আমি দিবো ইনশা-আল্লাহ।
এমন আছে যারা নিজেই কুনো কাজ পাচ্ছে না কিন্তু অন্যদের বলছে এখানে মাসে অন্ততপক্ষে ৫০০০০ রুজি করা যায়, অথচ আমাদেরকে বলে ভাই মাথা নষ্ট কাজ পাচ্ছি না।
অনেকে এমনো আছে মালোয়েশিয়ায় আসছে মাত্র কয়েকদিন কিন্তু সেও বলে মালোয়েশিয়া নাকি বাংলাদেশিদের জন্য অনেক ভালো একটা জায়গা।
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১৬ দুপুর ১২:৪৪