বাংলাদেশ কি মানবতা জানে না মনে হয় গতকাল এরদোয়ান স্ত্রী দেশে একদিনের ত্রাণ সামগ্রী বিতরণে অনেকে সোশাল মিডিয়াই মানবতা শিক্ষার জন্য অনুসরণ করার বিরাট বিরাট পোষ্ট ক্রিয়েট করে চলেছে। তাদের উদ্দেশ্য আমার লিখা । দীর্ঘদিন খাদ্য বস্ত্র বাসস্থান দিয়ে উদবাস্তু রোহিঙ্গাদের সহযোগিতা করে আসছে এটা মানবতা না , আমাদের মত এমন একটি দেশের পক্ষে এত কিছু করে চলেছি তাও কি মানবতা শিখতে হবে অন্যর কাছ হতে । একজন একদিন খাবার দিয়ে বিরাট মহানুভব হয়ে যাচ্ছে আর যে দীর্ঘদিন খাওয়া পড়া থাকার ব্যবস্থা করছে সে কি কিছুই না বা তার মানবতা বলতে কিছু নেই বলেই এই গুলো করছে । হাইরে বাঙালি আমরা । আমরা নিজেদের গুণবলী গুলো তুলে না ধরে অন্যর চামচামি করতে অভ্যস্ত হয়ে পড়ি । বাংলাদেশের মত এমন একটি দেশে যাদের বিভিন্ন সমস্যা লেগেই থাকে তারা এই অসহায় নির্যাতিত মানুষের সব রকম সহযোগিতা দিয়ে থাকার ব্যবস্থা করছে , আন্তজার্তিক কুটনৈতিক আলোচনা করছে , ইতিমধ্যে বিশ্বের জনমত গঠনে সোচ্চার হয়ে উঠেছে বঙ্গকন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা । শুরু হয়েছে নিন্দার ঝড় মায়ানমারের রক্তপিপাসু সু চির বিরুদ্ধে । বাংলাদেশ সরকার আন্তজার্তিক সব গুলো সংস্থার কাছে বার্মার নিরাপত্তার বিষয়ে চিঠি দিয়ে জনমত গড়ে তুলছে । এর থেকে এই দেশ আর কি করতে পারে । যুদ্ধ দিয়ে এখনও বিশ্বে কোন দেশ শান্তি আনতে পারিনি । আলোচনায় পেরেছে বাংলাদেশ। আর সেটাই করছে বাংলাদেশ। ৭১ এ মহীয়সী নারী ইন্দিরা গান্ধী যেমন বাংলার জন্য ছুটে বেড়িয়েছেন তেমনি এ যুগের মহীয়সী আামার প্রিয় জম্মভূমির কন্যা মানব প্রেমী বঙ্গ কন্যা শেখ হাসিনা সেই কাজটিই দৃঢ়তার সাথে করে চলেছেন। এবং তিনি সফল হবেন । তার সার্বিক বুদ্ধিমত্তা এই অসহায় মানুষের বিপদ মুক্তির কান্ডারী হয়ে সকলের জীবন স্বস্তি ফিরিয়ে দিবেন সৃষ্টিকর্তার কৃপায়। আমরা আমাদের মহানুভবতার কথা বলতে পারি । আমাদের আন্তরিকতার প্রচার করতে পারি । আমরা মানবতায় বিশ্বের অনেক নামী ধনী রাষ্ট্রের তুলনায় অনেক মহান । এমন উদবাস্তু হয়ে বিশ্বের কত দেশে কত কষ্ট দৃর্ভিক্ষ হয়ে কত প্রাণ ঝরে গেছে রোগ শোক অন্নের অভাবে । সেখানে আমরা খাদ্য, চিকিৎসা , বাসস্থানের সুযোগ দিয়ে চলেছি । আর কি করলে আমাদের মানবতা আপনাদের চক্ষে পড়বে হে ফেসবুক মানব দরদী রা ।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:১৫