বেশ আগের ঘটনা। একদিন খেয়াল করলাম বাম প্যানেলে দুইজন ব্লগারের নামের মাঝে অস্বাভাবিক স্পেস। মাউস নিয়ে যেতেই দেখলাম স্পেসটি একজন ব্লগারের নাম নির্দেশ করছে। ব্লগে ঢুকে দেখলাম হাবিজাবি নাম দেয়া। সঙ্গত কারণেই ইউজার নেম আর ব্লগের নাম লিখছি না।
গতকাল দেখলাম আরেকজন অদৃশ্য মানব হাজির হয়েছে। নতুন ব্লগ খুলেছে।
প্রশ্ন হচ্ছে, নাম অদৃশ্য করে কিভাবে? এই ফাংশন ব্লগে আছে? আর এরা নাম অদৃশ্য করল কেন! এরা পোস্ট দিলে কি অদ্ভুত হবে দেখতে!
এরা কি সরকার নির্ধারিত গোয়েন্দা নাকি! কারোও উত্তর জানা আছে?
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৩