আমি যেন ঝাপসা স্মৃতিতে মগ্ন তখন...
খুবই ছোট্ট বেলার রং চটা কিছু স্মৃতি...সর্বদা রং ছড়িয়ে দিয়ে রঙ্গিন করার প্রচেষ্টা...পুরোন হয়ে গেছে সব রং তাই আর রঙ্গিন হয় না...ব্যর্থ প্রচেষ্টা...
খানিক ক্ষন পরে আমি ফিরে আসি আমার এই বর্তমানে...বর্তমান...সে তো বড়ই নিষ্ঠুর...ভবিষ্যতকে পায়ের তলায় আষ্টে পুষ্টে মারিয়ে ক্ষত বিক্ষত অতীত তৈরীতে ব্যস্ত...আমি যেন তাকিয়ে তাকিয়ে দেখে যাই...
দীর্ঘ নিশ্বাঃস ফেলে আমি এগিয়ে যাই ভবিষ্যতের দিকে...বড়'ই শঙ্কিত মনে পা ফেলি সামনের দিকে আধো আলোতে...ভাবছি আর ছুটছি আর একটু এগুলেই পাব হয়ত পথ চলার উজ্বল আলো... এ গলি ও গলিতে ছুটাছুটি...অবশেষে আন্ধকার আমাকে গ্রাস করে নিয়ে যায় অচিনপুরে...
শেষ অবধি আমি পৌঁছে যাই জীবন নামের প্রদীপের শেষ তলায়...যেখানে আমি নিজেকে আবিষ্কার করি নিজের প্রদীপের জ্বালানী রূপে...যে কিনা নিজেই খুঁজছে জীবনের আলো...!!